শেষ আপডেট: 27th December 2022 01:53
চা বিক্রেতার হাতে মার খেয়ে মৃত্যু বৃদ্ধের! রাণাঘাটে শোরগোল
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চা খেতে গিয়ে দোকানদারের হাতে মার খেয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ( Old Death ) । নদিয়ার ( Nadia ) রাণাঘাট থানার আইসতলায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
সোমবার রাতে এলাকার একটি দোকানে চা খেতে গিয়েছিলেন বছর সত্তরের বিশ্বজিৎ অধিকারী। সেই সময় দোকান বন্ধ করার সময় হয়ে গেছিল। তাই বিশ্বজিৎবাবুকে দোকানদার চা দিতে চায়নি। তাতে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। রেগে গিয়ে মারমুখী হয়ে ওঠে দোকানদার দিলীপ সরকার। তখনই বৃদ্ধের কানের পাশে সপাটে চর কষায় সে। তাতে গুরুতর আঘাত লাগে বৃদ্ধের। এমন অবস্থায় বাড়ি ফিরে যান ওই বৃদ্ধ। এরপর তাঁর শারীরিক অবস্থা অবনতি ঘটলে গভীর রাতে বিশ্বজিৎবাবুকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। রাতেই মৃত্যু হয় বৃদ্ধের।
এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চায়ের দোকানদার দিলীপ সরকারের বিরুদ্ধে রানাঘাট থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। এদিকে এলাকা থেকেই বেপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্ত। ঘটনার তদন্ত নেমেছে রানাঘাট থানার পুলিশ।
অযোগ্য শিক্ষকদের তালিকায় বালুরঘাটের তৃণমূল কাউন্সিলরের নাম! পোস্টার পড়ল শহর জুড়ে