শেষ আপডেট: 25th September 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কলকাতায় সোমবার নার্সিং ট্রেনিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর ফের এক নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু (Nursing Student Unnatural Death)! এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে শান্তিনিকেতনে। জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম স্নেহা দত্ত। তিনি একটি বেসরকারি মেডিক্যাল কলেজে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। হস্টেল কর্তৃপক্ষের দাবি, রাতে খাওয়া দাওয়ার পরেই মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই ছাত্রী। মুখ থেকে লালা বেরতে শুরু করেছিল। তারপরেই তাঁর মৃত্যু হয়।
মৃত পড়ুয়ার বাবা জানিয়েছেন, খাওয়াদাওয়া করতে যাওয়ার আগে মায়ের সঙ্গে মেয়ের কথা হয়। সেই সময় কোনও অস্বাভাবিক কিছু মনে হয়নি তাঁদের। তার পরেই এমন ঘটনা ঘটে যায়। যদিও হস্টেল কর্তৃপক্ষের দাবি, খাওয়াদাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল ওই ছাত্রী। এরপরেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে কলকাতার পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় এক নার্সিং ট্রেনিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোমবার। মল্লিকা দাস নামের ওই ছাত্রী বাঁকুড়ার বাসিন্দা। কলকাতার আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন তিনি। গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। তবে সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করছেন নার্সিং পড়ুয়া ছাত্রীদের সহপাঠীরা।
আরও পড়ুন: আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের