শেষ আপডেট: 26th September 2023 12:40
দ্য ওয়াল ব্যুরো: ১oo দিনের কাজের (NREGA) বকেয়া টাকা আদায়ে আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। দলের তরফে আগেই জানানো হয়েছিল, হকার টাকা ফেরত চাইতে বাংলা থেকে ৫০ হাজার বঞ্চিতর চিঠি নিয়ে যাওয়া হবে দিল্লিতে। তারই প্রস্তুতি হিসেবে এবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে বঞ্চিতদের চিঠি সংগ্রহে নামল তৃণমূল (TMC collects letters from deprived people)।
ইতিমধ্যে দলের টুইটার হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল। যাতে শোনা যাচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেই ঘোষণা, “আমাদের অধিকারের টাকা কারও পৈত্রিক সম্পত্তি নয়। আপনারা যদি চান, যে আপনাদের অধিকারের স্বার্থে আমরা লড়াই করব তাহলে ভারতবর্ষের কোনও নেতার অধিকার নেই আপনার অধিকারের প্রাপ্য টাকা আটকে রাখবে।”
গত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on 21st July) দাবি করেছিলেন, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। সেই টাকা উদ্ধার করতে তিনটি রাস্তা রয়েছে। দিল্লির কাছে আবেদন করা, পায়ে পড়া, নইলে অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলন করা। প্রথমটা তৃণমূল করেছে। কিন্তু হকের টাকা উদ্ধারের জন্য কারও পায়ে পড়বে না।
দলীয় সূত্রে জানানো হয়েছে, বাংলার বঞ্চিতদের এই চিঠিগুলি পাঠানো হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে। ১০০ দিনের কাজের টাকা তো বটেই আবাস, সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে রাজ্যের বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। শাসকদলের নেতৃত্বর অভিযোগ, একুশের ভোটে বাংলা দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় কেন্দ্রীয় বরাদ্দের টাকা আটকে রেখে প্রতিশোধ নিচ্ছে বিজেপি। এমনকী বাংলার বরাদ্দ টাকা আটকে রাখার জন্য সম্প্রতি একাধিকবার দিল্লির কাছে আর্জিও জানিয়েছেন বঙ্গের বিজেপি নেতারা। সে কারণেই এমন পদক্ষেপ।
এরই প্রতিবাদে আগামী ২ এবং ৩ অক্টোবর রাজধানীর বুকে ধর্না কর্মসূচি করছে তৃণমূল। ঠিক ছিল, বিদেশ সফর থেকে ফিরে ধর্নায় কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পায়ে ফের চোট পাওয়ায় মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচিতে উপস্থিত অনিশ্চিত হয়ে পড়েছে। এমন আবহে দিল্লিতে ধর্না কর্মসূচির নেতৃত্বে দেখা যেতে পারে অভিষেককে।
আরও পড়ুন: সিবিআই, ইডিকে গ্রেফতারি শুরুর নির্দেশ শুভেন্দুর, ফিরহাদ বললেন, 'বাবার সম্পত্তি নাকি!'