শেষ আপডেট: 5th May 2018 07:39
ভাগাড়ের পর বাঘের এঁটো মাংস?
কলকাতা: ভাগাড় থেকে এবার বাঘের খাঁচা। মাংস রহস্যে নতুন মোড়। ইতিমধ্যেই ভাগাড়ের মাংস নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। মহেশতলা থেকে ভদ্রেশ্বর, রাজাবাজার থেকে কোনা, নানা জায়গায় তল্লাশি চালিয়ে এমন কয়েকজনের সন্ধান মিলেছে যারা ভাগাড় থেকে মৃত পশুর মাংস সরবরাহ করত রেস্টুরেন্টে। বেশ কয়েকটি এলাকায় স্থানীয় প্রশাসন হানা দিয়ে বাসি মাংসও উদ্ধার করেছে। তালা পড়েছে একাধিক জেলার ছোট-বড় রেস্টুরেন্টে। এ বার ভাগাড় নয়। একদম বাঘের এঁটো মাংস। আলিপুর চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হায়নাদের জন্য যে মাংস আসে তার উচ্ছিষ্ট কোথায় যায় তা নিয়ে এ বার প্রশ্ন উঠল। পশুদের জন্য প্রতিদিন ১৩০ কিলো মাংস আসে। তার মধ্যে ১০-১৫ কিলো মাংস বেঁচে যায় প্রায়ই। সেই মাংস নাকি কে একজন কিনে নিয়ে যায় কম দামে! এ বার তারই খোঁজে নেমেছে কলকাতা পুরসভা। আপাতত জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রামপ্রীত। তিনি বলতেন, মাছকে খাওয়ানোর জন্য কম দামে মাংস কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে সন্দেহ করছেন, তিনি সত্যিই ওই মাংস মাছকে খাওয়াতেন তো? কয়েকদিন ধরেই তিনি চিড়িয়াখানায় আসছেন না। তাতে আরও বেড়েছে সন্দেহ।