শেষ আপডেট: 13th November 2021 10:28
দ্য ওয়াল ব্যুরো: মিড ডে মিলের (Mid-day meal) টাকা নয়ছয়ের অভিযোগে পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে (Headmaster) সাসপেন্ড করা হল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। সেখানকার মহারাজাহাট হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিড ডে মিলের টাকা নয়ছয় ছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে খবর। ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির তরফেও একই কথা জানানো হয়েছে। দুর্গাপুরে অন্তঃসত্ত্বাকে পেটাল চিকিৎসক! সরকারি হাসপাতালে ধুন্ধুমার নিজের উপর ওঠা অভিযোগ নিয়ে কিছুই বলতে চাননি বিপ্লব সরকার। তিনি জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন। তাই এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তীব্র নিন্দা করেছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। তাঁদের অভিযোগ, বিপ্লব সরকারকে ফাঁসানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। আবার জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, মহারাজাহাট হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। তাই তাঁকে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কোভিড আবহে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজের দরজা। ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু এই পরিস্থিতিতে মিড ডে মিল দেওয়া বন্ধ হয়নি। রান্না করা না হলেও মিড ডে মিল হিসেবে চাল ডাল ও অন্যান্য সামগ্রী মাসে মাসে তুলে দেওয়া হয়েছে বাচ্চাদের অভিভাবকের পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'