শেষ আপডেট: 24th September 2023 09:07
দ্য ওয়াল ব্যুরো: নাগাড়ে বৃষ্টিতে বাড়ছিল ব্যারেজের জল। তাই তিস্তা ব্যারেজ থেকে ১৭৫৯.৯৮ কিউসেক জল ছাড়ায় বিপদ বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে (North Bengal Weather)। তিস্তায় জলস্তর বেড়ে যাওয়ায় রবিবার হলুদ সতর্কতা জারি করল সেচ দফতর।
শনিবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিংলিং সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েই চলছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। জলস্তর বাড়ছে ডুয়ার্সের নদীগুলিতেও। আত্রেয়ী নদীতে জল বাড়ায় জলমগ্ন বালুরঘাটের পথঘাট।
দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিত। রাস্তা খারাপ থাকায় যাতায়াতের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। মালদহের রাস্তায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল জমেছে। বাজারগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও। ধূপগুড়িতেও একনাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে।
আবহওয়া অফিস আগেই জানিয়েছিল যে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে । পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। পরে শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন: মাঝরাতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে অভিসার! ধরা পড়তে তাঁর সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী