উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাঙচুর চালালেন রোগীদের একাংশ
শেষ আপডেট: 15th October 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: রোগী ও তাঁদের আত্মীয়দের রোষের মুখে উত্তরবঙ্গে মেডিক্যাল হাসপাতাল।আউটডোরে চিকিৎসা পরিষেবা না পাওয়া অভিযোগ তুলে সেখানে ভাঙচুর চালালেন রোগীদের একাংশ। হাসপাতালের নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজন মহিলাকে আটক করেছে পুলিশ।
প্রতিদিনই হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আউটডোরে আসেন। পুজোর ছুটির পরে আউটডোর খুলেছে। কিন্তু সেখানে ডাক্তার নেই। এমনই অভিযোগ করেছেন রোগীরা। তাঁদের অভিযোগ, আউটডোরে চিকিৎসা পরিষেবা তাঁরা পাচ্ছেন না। তাই নালিশ জানাতে সুপারের ঘরের দিকে গিয়েছিলেন। সুপারের ঘরে ঢোকার সময়ে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, কয়েকজন রোগী সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময়ে তাঁরা সুপারের ঘরে জোর করে ঢোকার চেষ্টা করেন। এতে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। সেই সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতিতে শুরু হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা সুপারের ঘরের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। তাঁদের মারে নিরাপত্তারক্ষীরা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।বিক্ষোভকারীদের সুপারের ঘরের সামনে থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের দাবি, ডাক্তারদের কর্মবিরতির কারণে তাঁরা আউটডোরে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। প্রত্যেক দিন হাসপাতালে গিয়েও পরিষেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে। এই বিষয়ে নিয়ে তাঁরা সুপারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন।
মঙ্গলবার সকালে রোগীরা আউটডোরে টিকিটের জন্য বিরাট লাইনে পড়েছিল। রোগীদের অভিযোগ, বিশেষত মনোরোগ বিভাগ, স্নায়ু বিভাগে পরিষেবা মিলছে না। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এক বিক্ষোভকারী জানিয়েছেন, প্রতি মাসে তাঁর ওষুধের প্রয়োজন হয়। ভোর থেকে তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু মনোরোগ বিভাগ বন্ধ। আরও এক বিক্ষোভকারী দাবি, হাসপাতালে ওষুধও নেই, ডাক্তারও নেই। এমন অবস্থায় তাঁরা কী করবেন।
এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার সঞ্জয় মল্লিকের দাবি, চিকিৎসকদের পেনডাউন চলছে। কাজেই হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে।