শেষ আপডেট: 19th May 2023 01:12
বাঁশি গিলেছিল ছ’বছরের শিশু, ফুসফুস থেকে বার করলেন উত্তরবঙ্গের ডাক্তাররা
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: খেলতে খেলতে বাঁশি গিলে ফেলেছিল সাড়ে ছ’বছরের শিশু। একমাস ধরে সেই বাঁশি (Whistle) আটকে ছিল তার ফুলফুসে (Lunge)। অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের (North Bengal Medical College) ডাক্তাররা অপারেশন (Critical Operation) করে সেই বাঁশি বের করলেন শিশুটির ফুলফুস থেকে । এখন সুস্থ আছে শিশুটি।
শিলিগুড়ি শহর লাগোয়া আমবাড়ির কুন্দরদিঘিতে বাড়ি বিবেকের। তার বাবা বিপ্লব রায় জানান, খেলতে খেলতে একটি পুতুল মুখে ঢুকিয়ে দিয়েছিল বিবেক। পুতুলের সঙ্গে থাকা বাঁশিটি তখন কোনওভাবে গলায় চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁরা ছেলেকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কিন্তু সেখানকার ডাক্তাররা বলেছিলেন খাবারের সঙ্গে পেটে চলে যাবে। পরে মলের সঙ্গে বেরিয়েও যাবে।
ডাক্তারদের কথা শুনে বেশ কিছুদিন অপেক্ষা করেন বিপ্লব। কিন্তু বাঁশি রয়ে যায় শরীরেই। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে আবার যান ডাক্তারের কাছে। তিনি বলেন, “আমাকে দেখেই বিরক্ত হন ওই ডাক্তার। বলেন, ডাক্তার হিসেবে আমরা যেমনটা বলছি, সেটাই হবে। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু, খেয়াল করছিলাম ছেলে শ্বাসপ্রশ্বাস নেওয়ার সময় ভিতর থেকে বাঁশিটি বাজছে। তাই ভয় পেয়ে গিয়েছিলাম। ১৬ মে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছেলেকে এনে ভর্তি করাই।”
সমস্ত পরীক্ষানিরীক্ষার পর বৃহস্পতিবার সকালে বিবেকের অস্ত্রোপচার করেন ডাক্তাররা। তার ফুসফুস থেকে বার করে আনা হয় বাঁশিটি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাত বলেন, “বাচ্চাটিকে এই হাসপাতালে ভর্তি করার পর এক্স-রে হয়েছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। পরে সিটিস্ক্যান করে দেখি ডান ফুসফুসে বাঁশিটি রয়েছে। এরপরেই বিভাগের ডাক্তারদের সঙ্গে আলোচনা করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। খুবই জটিল অপারেশন, তাই ঝুঁকিও ছিল। যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারত। তবে শেষরক্ষা হয়েছে।”
সাড়ে ছ-বছরের বিবেক এখন ভাল আছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিপ্লব।
অভিষেককে ভয় পেয়েছে বিজেপি, ওঁকে আটকালে আমি যাব নবজোয়ারে: হুঙ্কার মমতার