শেষ আপডেট: 10th July 2020 10:53
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রান্ত আশঙ্কা এবং নতুন করে লকডাউন চালুর ফলে এখন ‘রজ্জুতে সর্পভ্রম’ হতে শুরু করেছে। তার উদাহরণ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। সংস্কারের জন্য একটি সেতুর দু’ দিকে ব্যারিকেড করতেই রটে গেছে, করোনার সংক্রমণ রোধে দু’পাশের গ্রামের বাসিন্দাদের আটকাতে এই ব্যবস্থা করা হয়েছে।
মধ্যমগ্রামের স্টেশন সংলগ্ন রেলের সেতু সংস্কারে কাজ শুরু হয়েছে। সেতুটি দুর্বল বলে এটিতে ওঠার দুটি দিকই বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। মূলত তিন টনের বেশি ওজনের গাড়ি আটকানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। একই সঙ্গে সচেতন করা হয়েছে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের ব্যাপারে। কোনও পুরনো ও দুর্বল হয়ে পড়া সেতু সংস্কার বা সংরক্ষণ করা হলে এমন বিজ্ঞপ্তি দেওয়া খুবই সাধারণ ব্যাপার। তবে কিছুদিন ধরেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে শুরু করেছে। গুজবের কারণ ব্যারিকেড।
সোশ্যাল মিডিয়ায় গুজব: করোনাভাইরাস সংক্রমণ রুখতে মধ্যমগ্রামের এক দিকের বাসিন্দারা যাতে অন্য দিকে যেতে না পারেন সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার প্রশাসক রথীন ঘোষ পুর এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন ওই ব্যারিকেডের সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। এ নিয়ে যে প্রচার করা হচ্ছে সেটি গুজব ছাড়া অন্য কিছু নয়।
রথীন ঘোষ বলেন, “বাম আমলে এই সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুতে কয়েকটি ত্রুটি থাকায় বারবার অভিযোগ করা হয়েছে। শেষ পর্যন্ত নির্মাণকারী সংস্থা সেটির অবস্থা খতিয়ে দেখে এবং তাতে বেশ কয়েকটি ত্রুটি খুঁজে পায়। তারপরে তড়িঘড়ি তারা এই সেতু সংস্কারের কাজ শুরু করে দেয়। সে জন্য সেতুর দু'পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড করে আদেশ-মূলক ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। যা গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল।”
উত্তর ২৪ পরগনা জেলায় অবশ্য এখন জায়গায় ব্যারিকেড করা হয়েছে। কলকাতার পরে এই জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে কয়েকটি জায়গায় নতুন করে বৃহস্পতিবার বিকেল থেকে লকডাউন চালু করা হলেও তার প্রায় ছত্রিশ ঘণ্টা আগে অর্থাৎ বুধবার সকাল থেকে এব্যাপারে পদক্ষেপ করতে শুরু করে জেলা প্রশাসন। তাই হয়তো এখানে ‘রজ্জুতে সর্পভ্রম’ হয়েছে।