শেষ আপডেট: 17th September 2023 05:45
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে টানা ৫ দিনের দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে দলীয়স্তরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এমন আবহে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগে (non-cooperation in housing scheme) কেন্দ্রের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্য আদালতে জানায়, আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র কোনও আর্থিক সহায়তা করছে না। রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনদের কাঁচা বাড়িকে পাকা বাড়িতে রূপান্তরের জন্য ২০১৬ সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র। এই প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ আর্থিক সাহায্য ও রাজ্যের ৪০ শতাংশ আর্থিক সাহায্য থাকার কথা। কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরেই এই প্রকল্পে বাংলাকে তাদের ভাগের টাকা দেওয়া বন্ধ রেখেছে। তাতে ধাক্কা খাচ্ছে প্রকল্প।
রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেলের আরও অভিযোগ, কেন্দ্র অন্য রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পে টাকা দিলেও বাংলার ক্ষেত্রে বরাবরই বৈষম্য করছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ২.৩৪ কোটি পাকা বাড়ি নির্মাণ করার কথা। কিন্তু কেন্দ্রের অসহযোগিতার ফলে সেই লক্ষ্যমাত্রা পূরণের কোনও সম্ভবনা নেই। এরপরই আগামী ৯ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, একশ দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার অধিকারের টাকা আদায় করতে গত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর থেকে টানা পাঁচদিনের ওই কর্মসূচিতে শুধু ৫০ হাজার কর্মী নয়, বাংলার ৫০ লক্ষ বঞ্চিত মানুষের চিঠি নিয়ে দিল্লিতে যাচ্ছে তৃণমূল (TMC)। ২ সেপ্টেম্বরের ওই কর্মসূচির নেতৃত্বে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে আদালতের এই তলব কেন্দ্রের জন্য বাড়তি বিড়ম্বনা তৈরি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর মুখে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল