শেষ আপডেট: 24th March 2023 16:02
দ্য ওয়াল ব্যুরো: ফের ভোগান্তির আশঙ্কা হাওড়া-বর্ধমান কর্ড শাখার (Howrah Bardhaman chord line) নিত্যযাত্রীদের। আগামী ২৬ মার্চ অর্থাৎ রবিবার বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং-এর কাজ চলবে। সেই কারণেই ওই দিন কর্ড লাইনের সমস্ত ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
রবিবার হওয়ায় সেদিন ট্রেনে নিত্যযাত্রীদের ভিড় তুলনায় কম থাকার কথা। কিন্তু সেদিন আবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা রয়েছে। দিনের সাধারণ সমস্ত ট্রেন বাতিল থাকলেও পরীক্ষার্থীদের কথা ভেবে ওই দিন দুটি স্পেশাল ট্রেন চালাবে রেল। দুটি ট্রেনই ছাড়বে বর্ধমান স্টেশন থেকে।
প্রথমটি ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি ৯টা ১৫ মিনিটে ছাড়বে। এই ট্রেনদুটি মূলত পরীক্ষার্থীদের কথা ভেবেই চালানো হলেও সাধারণ যাত্রীরাও তাতে সওয়ার হতে পারবেন সেদিন, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
শনিবার রাত বারোটার পর থেকেই কাজের জন্য বন্ধ হয়ে যাবে ট্রেন চলাচল। ফের পরিষেবা চালু হবে রবিবার রাত বারোটার পর। ওই দিন কর্ড লাইন দিয়ে চলাচল করা বেশ কিছু দূরপাল্লার ট্রেন যেমন হাওড়া-মুম্বই এক্সপ্রেস, ধানবাদ কোল্ডফিল্ড এক্সপ্রেস ইত্যাদি মেন লাইন দিয়ে যাবে। আরও কিছু ট্রেন চালানো হবে হাওড়া-বালি এবং ডানকুনি-বর্ধমান মেন লাইন দিয়ে।
বগটুইয়ের জন্য এত করলাম, তাও কেউ কেউ অন্যদের সঙ্গে, বৈঠকে আক্ষেপ মমতার