শেষ আপডেট: 21st September 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মাদ্রিদে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে ইস্পাত কারখানা (Sourav Ganguly Steel Plant) গড়ার ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলদের ফেলে রাখা জমিতেই ইস্পাত কারখানা গড়বেন তিনি। কারখানার জন্য প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণাও করেছেন সৌরভ। আগামী ৬ মাসের মধ্যে কারখানা চালুর কথাও বলেছেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অবশ্য দাবি, "শালবনিতে আগেও কিছু হয়নি, এখনও কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না।"
রবিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার সোদপুরের শ্রীপল্লী এলাকায় গনেশ পুজোর উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু বলেন, "সৌরভের সঙ্গে স্পেনের কি সম্পর্ক? বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনি! এটা শিল্প নয়। ঢপের চপ। এরকম অনেক কিছু দেখেছি।"
'ব্যক্তি সৌরভ, তাঁর খেলা, এগুলোকে সম্মান করি,' জানিয়ে শুভেন্দুর দাবি, "সৌরভ সবসময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। তিনি বাম আমলে অশোক ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্যকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন স্পোর্টস অ্যাকাডেমি করবেন বলে। করেননি। সেই জমিতে উনি বাণিজ্যিকভাবে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গিয়েছিলেন। কোর্টের নির্দেশে জমি ফেরত দিতে বাধ্য হয়েছেন। দ্বিতীয়বারে নিউটাউনে জমি নিয়েছিলেন। করেননি। তিনি এই সব ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান।"
শুভেন্দুর এমন প্রতিক্রিয়াকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল তো বটেই বিজেপির একাংশের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাঁদের মতে, ভারতীয় ক্রিকেটের মরা গাঙে একসময় জোয়ার এনেছিলেন সৌরভ। বাঙালি হিসেবে সারা বিশ্বের কাছে ভারতের মুখোজ্জ্বল করেছেন সৌরভ। নিজগুনে অচিরেই তিনি হয়ে উঠেছেন বাংলার 'দাদা'। সৌরভকে ঘিরে বাঙালির আবেগও রয়েছে।
তাঁদের মতে, শুভেন্দু এভাবে সৌরভকে আক্রমণ না করলেই ভাল করতেন। বিজেপির অপর আরেকটি অংশের মতে, শুভেন্দু ভুল কিছু বলেননি। সৌরভ যদি বাংলায় শিল্প গড়েন তাহলে তাঁকে অবশ্যই স্বাগত। কিন্তু তার জন্য সরকারি অর্থ খরচ করে এভাবে স্পেনে গিয়ে বাংলায় শিল্প ঘোষণা করার কি প্রয়োজন পড়ল?
প্রসঙ্গত, শালবনিতে ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করে শুক্রবার মাদ্রিদের মঞ্চ থেকে সৌরভ একথাও জানিয়েছিলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে বলছি না। কিন্তু মেদিনীপুরে এই ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য সরকার থেকে আমার অনুমতি পেতে মাত্র চার-পাঁচ মাস সময় লেগেছে। সরকার সবরকম ভাবে সাহায্য করেছে (Sourav Ganguly Steel Plant)”।
একথা মনে করিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সৌরভের এই মন্তব্য আসলে বিদেশি শিল্পপতিদের উদ্দেশে। তাঁদের বুঝিয়ে দেওয়া যে, বাংলায় শিল্পতালুক গড়তে সরকার সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত। সেকারণেই কলকাতার পরিবর্তে স্পেনের মাটি থেকে বাংলায় বিনিয়োগের ঘোষণা তিনি করেছেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
আরও পড়ুন: ‘সৌরভ দেশের গর্ব, নোংরা রাজনীতির চক্করে পা দেবেন না’, ‘দাদা’কে পরামর্শ দিলীপের