শেষ আপডেট: 30th August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করত রজকভাই কুম্ভর। ভারতে আইএসআই এজেন্টদের টাকা ও গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোও ছিল তার কাজ। বেশ কিছু জঙ্গি সংগঠনের কাছে টাকা পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে। গুজরাতের কচ্ছ এলাকা থেকে রজকভাইকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। রজকভাইয়ের নাম সামনে আসে গত জানুয়ারিতেই। লখনউ থেকে পাক গুপ্তচর সন্দেহে মহম্মদ রশিদকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই রজকভাইয়ের নাম উঠে আসে। মুঘলসরাইয়ের চান্দোলি জেলায় গা ঢাকা দিয়েছিল রশিদ। তদন্তকারী অফিসারদের দাবি, এই রশিদও আইএসআইয়ের হয়ে কাজ করত। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি, ছবি পাওয়া গেছে যা সে পাকিস্তানে চালান করার মতলব করেছিল। এই সব তথ্যই ভারতীয় সেনা ও বিভিন্ন সামরিক কৌশল সংক্রান্ত। এনআইএ-র অফিসাররা জানিয়েছেন, আইআসআইয়ের এমন অনেক হ্যান্ডলার রয়েছে যারা ভারতে কাজ করে। তাদের একটা বড় চক্র ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে। পুলিশ, সেনা ও অন্যান্য গোপন তথ্য কৌশলে হাতিয়ে নিয়ে তারা পাকিস্তানে চালান করার চেষ্টা করছে। এই হ্যান্ডলারদের টাকা ও অন্যান্য সুবিধা পৌঁছে দেওয়ার জন্যও কিছু লোককে নিয়োগ করে আইএসআই। মহম্মদ রশিদ ও রজকভাই হল তেমনই কয়েকজন। যাদের কাজ আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করা, তাদের হ্যান্ডলারদের কাছে টাকা পৌঁছে দেওয়া আবার আইএসআইয়ের পাঠানো টাকা প্রয়োজন মতো বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীদের কাছে পৌঁছে দেওয়া।