শেষ আপডেট: 12th November 2020 01:45
দ্য ওয়াল ব্যুরো: বুধবারও রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি মানুষ। লক্ষ্মীপুজোর দিন থেকে রোজই একই ছবি ধরা পড়ছে বাংলায়। ফলে গত বারো তেরো দিনে রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৩৪ হাজারে। ১৫ দিন আগেও যা ছিল ৩৭ হাজারের ঘরে। বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪, ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৭২ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৪৩১ জন। রাজ্যে এক দিনে মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার লক্ষ ১৬ হাজার ৯৮৪ জন। মোট সেরে উঠেছেন তিন লক্ষ ৭৬ হাজার ৬৯৬ জন। রাজ্যে এই মুহূর্তে কোভিড সক্রিয় রয়েছে ৩২ হাজার ৮৩৬ জনের শরীরে। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতাই। আক্রান্ত হয়েছেন ৮৩৯ জন। তারপর উত্তর ২৪ পরগনা, ৮২০ জন। তা ছাড়া হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় দুশোর বেশি করে মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে মালদহের সংক্রমণ অনেকটাই কমেছে। তাছাড়া উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও জলপাইগুড়িতে শতাধিক করে সংক্রামিত হয়েছেন। পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেও শতাধিক করে সংক্রামিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।