শেষ আপডেট: 5th February 2022 08:02
বৃষ্টির মেঘ কেটে কলকাতায় পারদ নামল ৪ ডিগ্রি, সরস্বতী পুজোর সকালে ঝলমলে রোদ
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে। বৃষ্টির ভ্রুকুটি নেই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ। সরস্বতী পুজোর সকালে আবহাওয়া মনোরম। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের শীত ফিরতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি থেকে কমে সোজা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রায় এক ধাক্কায় পারদ নেমেছে ৪ ডিগ্রি। কমেছে রাতের তাপমাত্রাও। ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমে হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা আরও কমবে কলকাতায়। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি হবে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় শীত ফিরতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। আগামী সোমবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দাপুটে শীত না ফিরলেও শীতের আমেজ টের পাবেন শহরবাসী।