শেষ আপডেট: 21st February 2022 09:20
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার আবেদন করেছেন, সিবিআই তদন্ত ঠিকমতো চলছে না। প্রভাবশালীরা বেঁচে যাচ্ছে। অভিযুক্ত অনেকের নামই সিবিআই চার্জশিটে নেই বলেই দাবি তাঁর। ভোট পরবর্তী হিংসা নিয়ে তোলপাড় করে তদন্ত চালাচ্ছে সিবিআই। একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, আদালতে পেশ করা হচ্ছে চার্জশিট। কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্তভারও সিবিআইয়েরই হাতে। কিন্তু সিবিআই ঠিকমতো তদন্ত করছে না বলে অভিযোগ তুলেছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, সিবিআই কয়েকজনকে গ্রেফতার করলেও অধরা প্রভাবশালীরা। গোপন জবানবন্দিতে তাদের নাম থাকলেও সিবিআইয়ের পেশ করা চার্জশিটে একজনের নামও উল্লেখ করা নেই। তাই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে অভিজিৎ খুন হন। বিজেপির অভিযোগ, তিনি রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। এই ঘটনায় সিবিআই তদন্ত করছে। এর মধ্যে বার কয়েক অভিজিতের বাড়ি গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারী অফিসাররা। অভিজিৎ সরকার মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। সূত্রের খবর, অভিযুক্তদের বাড়িতে গিয়ে গ্রেফতারি পরোয়ানা দিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারর। ১২ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'