শেষ আপডেট: 4th October 2018 09:36
বিয়ে করবে কি না? না বলতেই প্রেমিকাকে গুলি, তারপর নিজেকে
দ্য ওয়াল ব্যুরো: সম্পর্কে অশান্তি চলছিল। কিন্তু প্রেমের এমন মর্মান্তি পরিণতি হবে কে জানত! বিয়ের প্রস্তাবে না করতেই পকেট থেকে বন্দুক বের করে প্রেমিকাকে গুলি করে দিল প্রেমিক। তারপর নিজেকে। বৃহস্পতিবার সন্ধে বেলা এই ঘটনা ঘটে নদিয়ার শিকারপুরে । মৃত্যু হয় প্রেমিকা বিদিশা মণ্ডলের (১৮)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিক অলীক কর্মকার। মাস আটেক আগে নদিয়ার শিকারপুরের বাসিন্দা বিদিশার দিদির বিয়ে হয় জলঙ্গির এক যুবকের। বিয়ের সময় থেকেই জামাইবাবুর বন্ধু বছর ২৫-এর অলীক কর্মকারের সঙ্গে সম্পর্কের শুরু। জানা গেছে, এরপর ঘনঘন দিদির বাড়িতে যেতে থাকেন করিমপুর কলেজের ছাত্রী বিদিশা। সম্পর্ক ক্রমেই গাঢ় হয়। জানাজানি হয় বাড়িতেও। কিন্তু অলীকদের আর্থিক অবস্থা ভাল নয় বলে জামাইবাবু শালিকে বলেন, সরে আসতে। বাড়ির আপত্তির কথা বিদিশা জানিয়েও দেয় অলীককে। অভিযোগ, এরপরই চাপ দিতে থাকে ওই যুবক। বৃহস্পতিবার বিদিশার সঙ্গে দেখা করতে জলঙ্গি থেকে নদিয়ায় আসেন অলীক। বিদিশাও রাজি হন। দিদিকে ফোন করে জানান সব চুকিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু তা আর হলো না। প্রেমিকের আক্রোশে খুন হতে হলো বিদিশাকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অলীকও।