শেষ আপডেট: 1st May 2020 01:22
করোনা আশঙ্কায় টিউবওয়েলে তালা, জলসঙ্কট বনবিহারী বোস লেনে, সমাধান করল হাওড়া থানা
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের আশঙ্কায় তালা লাগিয়ে দেওয়া হল হাওড়ার বনবিহারী বোস লেনের একটি টিউবওয়েলে। এই এলাকায় কয়েক জন ব্যক্তির শরীরে করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার পরেই এই ঘটনা। টিউবওয়েল ব্যবহার করতে না পেরে সঙ্কটে পড়ে যান এলাকার লোকজন। তাঁরা হাওড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তালা খুলে দেয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃহস্পতিবার এলাকার একটি পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর এলাকার কয়েক জন যুবক টিউবওয়েলে তালা লাগিয়ে দেয়। তালা খুলতে গেলে গালিগালাজ করতে শুরু করে এমনকি হুমকি পর্যন্ত দেয়। মালতি রায় নামে এলাকার এক বাসিন্দা বলেন, “কয়েক জনকে কোয়ারেন্টাইনে নিয়ে গেছে ঠিকই কিন্তু কারও করোনা ধরা পড়েনি। ধরা পড়লে তো এলাকা স্যানিটাইজ করা হত। ওঁদের করোনা হয়েছে বলে কিছু জানানোও হয়নি। কিন্তু এলাকার দুজন ছেলে আমাদের সমস্যায় ফেলে দিয়েছে। টিউবওয়েলে তালা দিয়ে দিয়েছে। তারা মুদিখানার দোকানে যেতে দিচ্ছে না, আনাজ কিনতে দিচ্ছে না। অকথ্য ভাষায় গালিগালাজ করছে।” জল না পেয়ে চরম সমস্যায় পড়েন এলাকার বহু মানুষ। অভিযোগ করা হয় থানায়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তারা অবশ্য স্বাস্থ্য দফতরের উপরে দায় চাপিয়ে সাফাই দিয়েছে। অন্যতম অভিযুক্ত গণেশ দাস বলেন, “স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছিল এলাকায় ভিড় যেন না থাকে। সেই কারণে টিউবওয়েলে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে অসুবিধা বুঝে তালা খুলে দেওয়া হয়।”