শেষ আপডেট: 21st March 2020 06:05
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এবার আইসোলেশনে রাখা হল সেই হাসপাতালেরই এক সাফাইকর্মীকে। শরীর খারাপ হওয়ায় শুক্রবার আইসোলেশনে রাখা হয়েছে তঁকে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার থেকেই ওই কর্মীর শরীর খারাপ হয়। তিনি তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তারপরেই তাঁকে আইসোলেশনে ভর্তি করা হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই। লালারস গিয়েছে নাইসেডে। সেই পরীক্ষার রিপোর্ট এলে তবেই বোঝা যাবে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। তবে হাসপাতালেরই সাফাইকর্মী অসুস্থ হওয়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা অবশ্য কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের বক্তব্য অসুস্থ হলেই কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন না। অনেকের এমনই ভাইরাল ফিভার হতে পারে। এতজন যে পরীক্ষা করাচ্ছেন, তাঁদের প্রত্যেকের শরীর খারাপ হওয়াতেই পরীক্ষা করাচ্ছেন। কিন্তু ক'জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যাচ্ছে? কিন্তু হাসপাতাল কোনও ঝুঁকি না নিতেই ওই কর্মীকে আইসোলেশনে রেখেছে। ইতিমধ্যেই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন। এর আগে কলকাতার দুই তরুণের শরীরে ভাইরাস পাওয়া গিয়েছিল। তাঁরা দু'জনেই লন্ডন থেকে ফিরেছিলেন। শনিবার সকালে স্কটল্যান্ড থেকে ফেরা হাবড়ার এক ছাত্রীর শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তিনজনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২০০-র উপর মানুষ। এই পরিস্থিতিতে বেলেঘাটা আইডি হাসপাতালে ১০০ বেডের আরও একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই সেই কাজ শুরুও হয়ে গিয়েছে।