শেষ আপডেট: 26th January 2021 17:19
দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধ্যায় বেলঘরিয়া স্টেশনে ট্রেনের সামনে মেয়েকে নিয়ে ঝাঁপ মেরে আত্মঘাতী হল মা। এই ঘটনার পরে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। তাদের দাবি, কোনও ভাবেই যুবতী আত্মহত্যা করতে পারেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বেলঘরিয়ার চৌধুরী পাড়ার বাসিন্দা কাঞ্চনা বিশ্বাস (৪০) তাঁর একমাত্র মেয়ে কৃত্তিকা বিশ্বাসকে (৭) নিয়ে মঙ্গলবার সন্ধ্যাবেলায় বেলঘরিয়া স্টেশনে যান। তারপরে একটি চলন্ত ট্রেনের সামনে মেয়েকে নিয়ে ঝাঁপ মারেন কাঞ্চনা। আচমকা এই ঘটনায় অবাক হয়ে যান সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপিতে। তারা এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। তারপরে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কাঞ্চনার স্বামী বিশ্বনাথ বিশ্বাস পেশায় একজন ব্যবসায়ী। তাঁদের মেয়ে কৃত্তিকা বেলঘরিয়া ছাত্র মঙ্গল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। কাঞ্চনার বাপের বাড়ি বাঁশবেড়িয়ার মিলন পল্লিতে। এই ঘটনার পরে কাঞ্চনার বাড়ির লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচারের ফলে তাঁদের মেয়েকে এভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। কারণ কাঞ্চনা খুব প্রাণচঞ্চল মেয়ে ছিলেন। তিনি কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না। কাঞ্চনাকে তাঁর শাশুড়ি ও দুই ননদ আত্মহত্যা করতে বাধ্য করেছে। স্বামী বিশ্বনাথ বিশ্বাস স্ত্রী-কন্যার হয়ে প্রতিবাদ করতেন না। কাঞ্চনার উপর এতটাই শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে যে নিজের ছোট্ট মেয়েকে নিয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ তাঁদের। বেলঘরিয়া থানায় কাঞ্চনার শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মৃতের পরিবারের লোকেদের দাবি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে অন্য কোনও পরিবারে আর এই ধরনের ঘটনা না ঘটে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।