শেষ আপডেট: 9th June 2020 16:41
দ্য ওয়াল ব্যুরো: নতুন ওয়েব পোর্টাল চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরেই কর্মভূমি পোর্টালের সূচনার কথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী হবে এই পোর্টালে?
রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, ভিন রাজ্য থেকে ফেরা যে তথ্যপ্রযুক্তি কর্মীরা লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাঁরা বিশেষ সুবিধা পাবেন। রাজ্যের তরফে অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মীরা এই পোর্টালে তাঁদের বায়োডেটা নথিভুক্ত করতে পারবেন। তারপর রাজ্য সরকার বাংলার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে নথিভুক্ত বায়োডেটা পাঠাবে। সেই অনুযায়ী কোম্পানিগুলি তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকবে।
মঙ্গলবার বিকেলে অমিত মিত্র বলেন, "পোর্টাল শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যেই চার হাজার জন ভিজিট করেছেন। প্রায় ২০০ জন তাঁদের তথ্য নথিভুক্ত করেছেন।" রাজ্য সরকারের আশা দিনে দিনে এই সংখ্যাটা আরও বাড়বে।
যদিও বিজেপির তরফে এই পোর্টালকে আইওয়াশ বলে কটাক্ষ করা হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "বাংলায় কাজ পাননি বলেই তো তাঁরা বাইরে গিয়েছিলেন। রাজ্যে থাকা বেকারদেরই রাজ্য সরকারের কাজ দেওয়ার মুরোদ নেই। এমএসসি পাশ করা ছেলে মর্গে ডোমের কাজ করার জন্য ফর্ম ফিলআপ করছে। এই পোর্টাল আই ওয়াশ ছাড়া আর কিচ্ছু নয়।"