শেষ আপডেট: 24th February 2020 05:48
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের সান্দাকফুর পরে নতুন করে তুষারপাত শুরু হল সিকিমের ছাঙ্গুতে। রবিবার তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে।
[caption id="attachment_189161" align="aligncenter" width="1080"] বরফে ঢেকেছে সান্দাকফু[/caption]
মাসখানেকের বিরতির পরে রবিবার বিকেলে সান্দাকফুতে তুষারপাত হয়। ফেব্রুয়ারির শেষের দিকে এভাবে তুষারের চাদরে সান্দাকফু ঢেকে যাওয়ায় যথেষ্ট আপ্লুত পর্যটকরা। তুষারপাতের পাশাপাশি রবিবার বিকেলের দিকে কিছুটা শিলাবৃষ্টিও হয়েছে। দার্জিলিংয়ে হাড় কাঁপানো ঠান্ডার প্রকোপ কিছুটা কমে এসেছে। আবহাওয়াও মোটের ওপর ভাল। এই পরিস্থিতিতে তুষারপাতের প্রত্যাশা একেবারেই ছিল না পর্যটকদের। যেসব পর্যটক এখন সান্দাকফুতে আছেন তাঁদের কাছে এটি বাড়তি পাওনা। তুষারপাতের দাপট এতটাই ছিল যে অনেক জায়গায় রাস্তায় গাড়ি থামিয়ে দিতে হয়। পর্যটকরাও অনেকে গাড়ি থেকে নেমে তুষারপাতের আনন্দ উপভোগ করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার উপরে প্রায় পাঁচ ইঞ্চি পুরু তুষার জমে যায় রবিবার বিকেলে।
[caption id="attachment_189163" align="aligncenter" width="1080"]
বরফে ঢেকেছে সান্দাকফু[/caption]
এর আগে জানুয়ারি মাসে সান্দাকফুতে বেশ কয়েকদিন তুষারপাত হয়েছে। ফেডারেশন অব এনভায়রনমেন্ট প্রোটেকশন সোসাইটির সভাপতি ভরত প্রকাশ রাই বলেন, “রবিবার বিকেল নাগাদ তুষারপাত শুরু হয়। যথেষ্ট পরিমাণে তুষারপাত হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমেছে।’
https://www.youtube.com/watch?v=Ic9iIGhBMs0
সিকিমের ছাঙ্গুতে আচমকা তুষারপাত হওয়ায় পর্যটকরা বেশ খুশি, তাঁরা চুটিয়ে উপভোগ করছেন বেড়ানো। ছাঙ্গুতে এই সময় বরফ দেখা গেলেও নতুন করে তুষারপাত হয় না। তাই এই সময়ের পর্যটকদের কাছে তা বাড়তি পাওনা। স্থানীয় সূত্রে খবর, তুষারপাত শুরু হলেও ছাঙ্গুতে এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে নজর রাখছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।