দ্য ওয়াল ব্যুরো: বর্ষার বৃষ্টি শুরু হতে প্রথম দিনেই জলমগ্ন হয়ে পড়ল হাওড়া শহরের বিভিন্ন এলাকা। এবার ঠিক সময়ে বর্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলে যায় বেলা সামান্য গড়াতে বৃষ্টি শুরু হওয়ায়। সকাল থেকে কয়েক দুপুর পর্যন্ত কয়েক দফা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা।
প্রথম দিনের বৃষ্টিতে রামচরণ শেঠ রোড, পঞ্চননতলা রোড, টিকিয়াপাড়া, দাশনগর ও সালকিয়ার বেশ কয়েকটি রাস্তায় জল জমে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নর্দমা ও বৃষ্টির জমা জল পেরিয়ে রাস্তায় চলাচল করতে হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন। প্রথম দিনেই এই দুর্ভোগ হলে আগামী দিনে কী হবে তা নিয়ে উদ্বিগ্ন শহরের বাসিন্দারা।
দেড় বছরের উপরে হাওড়ায় ভোট স্থগিত থাকায় পুরবোর্ড তৈরি হয়নি। অনেক জায়গায় পুর পরিষেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল বিভিন্ন জায়গায় নিকাশি নালা পরিষ্কার না হলে এবং জঞ্জাল সাফাই না হলেও অভিযোগ জানানোর কোনও জায়গা নেই। হাওড়া শহরের পুর পরিষেবা ঠিক মতো না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের হলেও অভিযোগ জানানো যেত। এখন দুর্ভোগে পড়লে অভিযোগ জানানোর রাস্তাও কার্যত বন্ধ।
হাওড়ার পুর কমিশনার ধবল জৈন জানিয়েছেন, জল নিকাশির সব রকম ব্যবস্থা করা হয়েছে। উমফানের সময় যে সব জায়গায় পাম্প বসানো হয়েছিল সেগুলি বর্ষার কথা ভেবে সরানো হয়নি। এদিন জল নামানোর জন্য পঁচিশটি পাম্প চালানো হয়েছে। পরে পরিস্থিতি বুঝে আরও পাম্প চালানো হবে।
প্রথম দিনের বর্ষায় বিভিন্ন ভ্যাট থেকেও ময়লা রাস্তায় ছড়িয়ে পড়েছে। সেখান থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। উমফানের ফলে পড়ে যাওয়া গাছের গুঁড়িগুলি সরিয়ে ফেলা হলেছে রাস্তার উপর থেকে। তবে যে সব ডালপালা আসবাব তৈরিতে কাজে লাগে না সেগুলি রাস্তার পাশে বিভিন্ন জায়গায় এখনও স্তূপীকৃত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বর্ষায় হাওড়া পুরনিগম কতটা তৎপরতার সঙ্গে কাজ করে সেটাই দেখার।