শেষ আপডেট: 30th July 2020 05:27
প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা, পাত্রসায়রে পুলিশকে ঘিরে বিক্ষোভ
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পাত্রসায়র থানা এলাকার বালসি-২ গ্রাম পঞ্চায়েতের মোজকুড়ি গ্রামে। মৃতের নাম সদানন্দ বাগদি (৫০)। বৃহস্পতিবার সকালে গ্রামের পুকুর পাড়ের একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা মৃতদেহ তুলতে বাধা দেন। এমনকি পুলিশকে ঘিরে বিক্ষোভও শুরু করেন তাঁরা। মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, বুধবার লকডাউন যাতে সবাই মেনে চলে তার জন্য জনা আটেক সিভিক ভলান্টিয়ার মোজকুড়ি গ্রামে বাড়ি বাড়ি ঢুকে ভয় দেখাতে শুরু করে। লাঠিচার্জও করে তারা। তাদের আক্রমণের হাত থেকে মহিলারাও বাদ যাননি বলে অভিযোগ। এই সময়েই সদানন্দ বাগদি বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরিবারের লোকেরা রাতে অনেক খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পুকুর পাড়ের গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে তাঁরা সরব হন। মৃতের ছেলে মিঠুন বাগদী ও বৌমা অপর্ণা বাগদি বলেন, ‘‘ওই সিভিক ভলান্টিয়াররাই আমাদের বাবাকে খুন করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই। ওরা ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করছিল। মারধর করছিল।’’ পরে পাত্রসায়র থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও মৃতের পরিবারের দাবি ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেন। তিনি জানান, পারিবারিক সমস্যার কারণে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই।