শেষ আপডেট: 26th May 2020 05:45
নোয়াপাড়ায় প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু, অভিযুক্ত স্ত্রী ও মেয়ে
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় এক প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর পরে খুন করার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা। প্রতিবেশী মাধবী চক্রবর্তী জানান বায়ুসেনার প্রাক্তন কর্মী অরূপ দেবনাথকে তাঁর স্ত্রী ও মেয়ে মারধর করতেন। ঠিকমতো খেতে দিতেন না। বাড়ি থেকে বের করে দিতেন। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই অত্যাচার শুরু হয়। ক্রমেই তা বাড়তে থাকে। সোমবার তা চরমে উঠতেই অরূপ দেবনাথের মৃত্যু হয়। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা দাস বলেন, “এটা সন্দেহজনক মৃত্যু। আমার মনে হয় প্রশাসনের পক্ষ তেকে তদন্ত হওয়া উচিত।” তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা তা অস্বীকার করেছেন। মৃতের মেয়ে অঙ্কিতা দেবনাথ একটি বেসরকারি কলেজে দন্তচিকিৎসার ছাত্রী। অঙ্কিতা ও তাঁর মা শক্তি দেবনাথ বলেন, “ওঁর আগে দুবার স্ট্রোক হয়েছিল। অসুস্থতাজনিত কারণে উনি মারা গেছেন।” পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে পুলিশ ফের তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে এমনকি আটক করেও জিজ্ঞাসাবাদ করতে পারে।