শেষ আপডেট: 11th December 2020 07:30
দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর আগামী ১৪ ডিসেম্বর দিল্লি যেতে বলা হয়েছে মুখ্যসচিব এবং ডিজিকে। যদিও এ ব্যাপারে দ্য ওয়াল-এর তরফে ডিজি এবং মুখ্যসচিবকে টেক্সট করে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনও জবাব দেননি। পরে তাঁরা কিছু জানালে তা এই প্রতিবেদনে আপডেট করা হবে। বুধবার ভবানীপুরে গৃহসম্পর্ক যাত্রায় গিয়েছিলেন নাড্ডা। সেখানেও তাঁর কনভয়ের মধ্যে কিছু লোক ঢুকে পড়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। তা নিয়ে বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর জানা গিয়েছিল, নিরাপত্তার ঢিলেঢালা ভাব নিয়ে রাজ্যের কাছে কৈফিয়ৎ চাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কয়েক ঘণ্টা পরই ডায়মন্ড হারবারে হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে বলে শুক্রবার সাত সকালে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তলব করল ডিজি এবং মুখ্যসচিবকে। এর আগেও অনেক ঘটনায় রাজ্যের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর চাপানউতোরও হয়েছে। তবে এবার সরাসরি মুখ্যসচিব ও ডিজিকে দিল্লি তলবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। গত দেড় বছরে অনেকবার রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল অভিযোগ করেছেন, তিনি রিপোর্ট চাইলে সরকার তা দেয় না। অফিসারদের ডাকলে যান না। পাল্টা সরকারের তরফে বলা হয়েছে, সমস্ত রিপোর্ট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একবার বলেছিলেন, “সারাক্ষণ রিপোর্ট পাঠাব না কাজ করব?” তবে এখন দেখার ১৪ ডিসেম্বর দিল্লির ডাকে সাড়া দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং বীরেন্দ্র যান কি না!