Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট

তৃণমূলে যোগ অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের, নাম লেখালেন পিয়া সেনগুপ্তও

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। তাঁর যোগদান ঘিরে ইতিমধ্যেই অনেক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার শাসক দলে যোগ দিলেন টালিগঞ্জের দুই অভিনেত্রী। একজন কৌশানী মুখোপাধ্যায়। অন্যজন পিয়া সেনগুপ্ত। রবিবার তৃ

তৃণমূলে যোগ অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের, নাম লেখালেন পিয়া সেনগুপ্তও

শেষ আপডেট: 24 January 2021 03:35

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। তাঁর যোগদান ঘিরে ইতিমধ্যেই অনেক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার শাসক দলে যোগ দিলেন টালিগঞ্জের দুই অভিনেত্রী। একজন কৌশানী মুখোপাধ্যায়। অন্যজন পিয়া সেনগুপ্ত। রবিবার তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। টলিউডে পরিচিত মুখ কৌশানী। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তাঁর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তের সম্পর্কের কথা সবার জানা। এই বনি সেনগুপ্তের মা হলেন পিয়া সেনগুপ্ত। তাঁর স্বামী পরিচালক অনুপ সেনগুপ্ত ও বাবা জনপ্রিয় অভিনেতা সুখেন দাস। তৃণমূলের ইম্পারও সদস্য পিয়া। অন্যদিকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে মঞ্চে দেখা গিয়েছে কৌশানীকে। এদিন শাসক দলে যোগ দেওয়ার পরে কৌশানীর উদ্দেশে প্রশ্ন আসে, এত অল্প বয়সেই রাজনীতির ময়দানে কেন নামলেন তিনি। তার জবাবে কৌশানী বলেন, “এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। ছোট থেকেই আমার পরিবার একটা দলকেই অনুসরণ করে, সেটা তৃণমূল। সেই দলের কাণ্ডারী হওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে অনুসরণ করে তিনি রাজনীতিতে নেমেছেন বলে জানান কৌশানী। এই প্রসঙ্গে নিজের প্রথম ছবির নামও টেনে আনেন তিনি। কৌশানী বলেন, “আমার প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে। সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। কীভবে উনি মানুষের জন্য কাজ করেন সেটা আমি দেখেছি। আমি চাই আমাকে দেখে অনেক মানুষ এগিয়ে আসুন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে উঠুন। নিজের সাধ্যমতো মানুষকে সাহায্য করার চেষ্টা করব।” অভিনেত্রী পিয়া সেনগুপ্ত জানান, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতিতে এসেছেন। গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে মমতার উদ্দেশে জয় শ্রী রাম স্লোগানের নিন্দা করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, বাংলার সব মানুষের উচিত এর প্রতিবাদ করা। এর আগেও তাপস পাল, শতাব্দী রায়, চিরঞ্জিৎ, দেবশ্রী রায়, সন্ধ্যা রায়, মুনমুন সেন, দেব, সোহমের মতো অভিনেতা-অভিনেত্রীরা তৃণমূলে যোগ দিয়েছেন। অনেকে সাংসদ-বিধায়ক হয়েছেন। উনিশের লোকসভায় টলিউডের প্রথম সারির দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহানও শাসক দলে যোগ দিয়ে সাংসদ হয়েছেন। এবার যোগ দিলে কৌশানী ও পিয়া। এখন দেখার একুশের বিধানসভায় তাঁদের কোথাও প্রার্থী করেন কিনা তৃণমূল সুপ্রিমো।

ভিডিও স্টোরি