শেষ আপডেট: 2nd December 2019 12:42
মাদ্রাসা ভোটে তৃণমূল ৬-এ ৬, দাঁত ফোটাতে পারল না মিম, গোহারা বাম-কংগ্রেস
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ছিল একটি মাদ্রাসা পরিচালন কমিটির ভোট। কিন্তু সেই নির্বাচন ঘিরে যে সমীকরণ তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের হেমতাবাদের ভোগ্রামে, তা দেখে অনেকেই বলেছিলেন, এবার হয়তো বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। বাংলার নির্বাচনী লড়াইয়ে আত্মপ্রকাশ ঘটেছিল হায়দরাবাদের কট্টর মুসলিমদের দল অল ইন্ডিয়া মজলুলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিমের। লড়েছিল তৃণমূল। বিজেপি এই ভোটে নাকি প্রার্থীই খুঁজে পায়নি। উল্টে বাম-কংগ্রেস জোটের প্যানেলকে জেতানোর জন্য পদ্ম শিবির তলায় তলায় প্রচার করেছিল বলে খবর । কিন্তু সব জল্পনা উড়িয়ে মাদ্রাসা পরিচালন সমিতির ছ’টি আসনেই বিপুল ভোটে জিতল তৃণমূলের প্রার্থীরা।