শেষ আপডেট: 8th July 2020 07:43
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে মদ ও গাঁজার আসর বসানোর প্রতিবাদ করায় এক নাট্যশিল্পী এবং তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকায়। এই ঘটনার পরে ওই শিল্পী ও তাঁর মা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। নাট্য জগতের উদীয়মান শিল্পী সৌম্যকান্তি জোয়ারদার ও তাঁর মা দেবী দে জোয়ারদার শ্যামনগর শরৎপল্লি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁদের বাড়ির সামনে এলাকার জনা কয়েক যুবকের সঙ্গে পাশের পাড়ার কয়েক জন যুবক মদ পান ও গাঁজা সেবন করছে। তারা সাট্টা ও জুয়ার আসর বসাচ্ছে নিয়মিত ভাবে। তাতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারই প্রতিবাদ করেছিলেন সৌম্যকান্তি জোয়ারদার ও দেবী দে জোয়ারদার। অভিযোগ, তারপরেই দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাড়া থেকে মা ও ছেলের বাস উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। এ ব্যাপারে ভাটপাড়া থানায় তাঁরা অভিযোগ জানিয়েছেন কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। সৌম্যকান্তি বলেন, “আমরা দীর্ঘ দিন ধরেই দেখে আসছি এখানে মদ, গাঁজা, জুয়া ও সাট্টার আসর চলছে। আমি বাড়িতে থাকতাম না। এখন বাড়িতে থাকায় এবং প্রতিবাদ করায় নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে প্রশাসনের কী ভূমিকা বুঝতে পারছি না। প্রশাসনের কাছে বার বার যাওয়া হচ্ছে। যে মর্মে অভিযোগ জানানোর কথা সেই মর্মে জানানো হচ্ছে কিন্তু প্রশাসনের থেকে কোনও উত্তর পাচ্ছি না। আমি থানায় গিয়েও উত্তর পাচ্ছি না আবার স্থানীয় যিনি চেয়ারপার্সন রয়েছেন তিনিও কোনও উত্তর দিচ্ছেন না। তা হলে আমরা কী ভাবে নিরাপত্তা পাব?” এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে শরৎপল্লি এলাকার লোকজন উদ্বেগে। ভাটপাড়া পুরসভার প্রশাসক তথা ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সামাজিক ভাবে এর প্রতিরোধ করতে হবে এলাকার মানুষকেই। জগদ্দল থানাকে বলেছি ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে কিন্তু এখনও কেন কেউ গ্রেফতার হয়নি সে কথা আমি জানি না। সেটা পুলিশের ব্যাপার।” জগদ্দল থানা সূত্রে জানা গেছে এই ঘটনার তদন্ত চলছে।