শেষ আপডেট: 27th November 2019 12:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শুরু হয়েছিল মুর্শিদাবাদের ফারাক্কা দিয়ে। মাঝে বীরভূম হয়ে এবার তা হুগলিতে এসে পড়ল। ছাত্রদের চুলে রঙের বাহার। অনেক বলেও লাভ না হওয়ায় মাস্টারমশাই হাতে তুলে নিলেন কাঁচি। কেটে দিলেন ছাত্রদের লাল-নীল-সবুজ-বেগুনি চুল। বুধবার একাধিক ছাত্রের চুল কেটে দিলেন হুগলির পাণ্ডুয়ার ক্ষীরকুণ্ডি স্কুলের ভূগোলে শিক্ষক অলোক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুজোর পর থেকেই স্কুলে দেখা যায় ছাত্রদের চুলে রঙের বাহার। কারও লাল তো কারও সবজে, কারও চুলে হলুদের আভা তো কারও বেগুনি। বারবার বলেও কাজ না হওয়ায় এদিন নিজে হাতে একাধিক পড়ুয়ার চুল কেটে দেন অলোকবাবু। ওই শিক্ষক বলেন, “এই সব ছেলেরা পড়াশোনার নামে নেই। শুধু স্টাইল করছে। বাড়ির লোকের কথাও শোনে না। অনেকবার বলেছিলাম। শোনেনি। এবার যদি কাজ হয়!” তিনি এও জানিয়েছেন, এখনও সবার চুল কাটা শেষ হয়নি। আরও এমন অনেক ছাত্র আছে। আস্তে আস্তে সবার চুল কাটা হবে।