শেষ আপডেট: 17th June 2020 06:42
দুর্গাপুরে ব্যবসায়ী পরিবারের ছ’জন করোনায় আক্রান্ত, দোকানের ৩০ জন কর্মীকে সেলফ কোয়ারেন্টাইনের নির্দেশ
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে স্টেশনবাজার সংলগ্ন করঙ্গপাড়া মোড়ে একই পরিবারে ছ’জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। খবর আসার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য দফরের অ্যাম্বুল্যান্স এসে পরিবারের বাকি পাঁচ জনকে মলানদিঘির বিশেষ কোভিড হাসপাতালে নিয়ে গেছে। ইতিমধ্যেই আক্রান্তদের বাড়ি ও তার আশপাশের এলাকা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। সঙ্গে ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। করঙ্গপাড়ায় এক ব্যবসায়ী পরিবারের ছোট ছেলের করোনা ধরা পড়েছিল এ মাসের ১৪ তারিখ। তাঁকে মলানদিঘির বিশেষ কোভিড হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। হাসপাতালে পরিবারের সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষার ফলাফল বুধবার পজিটিভ এসেছে। খবর জানার পরে কোকওভেন থানা এলাকার স্টেশনবাজার ও করঙ্গপাড়া এলাকায় লোকজন শঙ্কিত হয়ে পড়েন। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও দুর্গাপুর পুরনিগমের একাধিক কাউন্সিলর করঙ্গপাড়া এলাকায় বসবাস করেন। বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, “মহকুমাশাসকের নির্দেশে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। দুর্গাপুর বাজার আগামী সাত দিনের জন্য বন্ধ করার আবেদন জানানো হয়েছে ব্যবসায়ী সমিতির কাছে । স্যানিটাইজ করা হবে গোটা এলাকা। লকডাউনের পিরিয়ড কাটিয়ে আনলক ওয়ানে যখন ক্রমেই স্বাভাবিক হচ্ছিল শহর সেই সময় নতুন করে করোনা আক্রান্তের খবরে যথেষ্ট চাঞ্চল্য শহরে। এর আগে গত প্রায় তিনমাসে এই শহরে সে ভাবে করোনা নিয়ে কারও মনে সেভাবে আশঙ্কা দেখা যায়নিষ। পরিযায়ী শ্রমিকরা এই মহকুমায় আক্রান্ত হলেও সেভাবে তার প্রভাব পড়েনি জনমানসে। এদিনের এই খবর সামনে আসায় অবশ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। কারণ ওই ব্যবসায়ীর দোকানে জনা তিরিশ কর্মচারী কাজ করেন। ইতিমধ্যেই বিধায়ক নিজে উদ্যোগী হয়ে সেই তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। সেই কর্মচারীদের সেলফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারও সমস্যা হয় তাহলে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে তাঁদের রাখা হবে বলে জানিয়েছেন বিধায়ক। সব মিলিয়ে নতুন করে এই শিল্প শহরে করোনা আশঙ্কা মাথাচাড়া দেওয়ায় উদ্বেগে শহরবাসী।