শেষ আপডেট: 15th December 2019 07:29
দ ওয়াল ব্যুরো: ফের গুলি চলার ঘটনা ঘটল ভাটপাড়ায়। এবার ঘটনাস্থল কাঁকিনাড়ার খুবলাল সাউ বাজার। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে শেখ জাহাঙ্গির নামের এক মাংস ব্যবসায়ীকে গুলি করে গালকাটা শঙ্কর নামের দুষ্কৃতী। গুলি করে পালানোর সময় স্থানীয় মানুষ ধরে ফেলে শঙ্করকে। তারপর চলে গণপিটুনি। গুলিবিদ্ধ মাংস ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। জনতার মারে গুরুতর আহত গুলি চালানোয় অভিযুক্ত গালকাটা শঙ্কর। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। পুলিশের সামনেই জনতা বিক্ষোভ দেখাতে থাকে। এদিনের ঘটনায় ফের একবার প্রশ্ন উঠে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরস্থিতি নিয়ে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই দাবি স্থানীয়দের। তবে কী কারণে জাহাঙ্গিরকে গুলি করা হল, শঙ্করের সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল কিনা এসবই এখন খতিয়ে দেখছে পুলিশ। লোকসভা নির্বাচনের সময় থেকে বারবার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের মতো এলাকা। প্রাণ গিয়েছে বহু মানুষের। ভাটপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য প্রশাসনে। অনেকের মতে, আপাত ভাবে ভাটপাড়া ঠান্ডা হলেও, ভিতরে ভিতরে বারুদের স্তূপ হয়ে রয়েছে। প্রচুর বেআইনি অস্ত্রও ওই এলাকায় রয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এদিন ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও দুটি কার্তুজ।