শেষ আপডেট: 19th January 2020 11:52
দ্য ওয়াল ব্যুরো: স্কুল যাওয়ার পথেই কিশোরীর উপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। প্রকাশ্যেই কিশোরীকে কুপিয়ে খুন করার চেষ্টাও করে তারা। ধারালো অস্ত্রের আঘাতে নাক-মুখ ক্ষত-বিক্ষিত হয়ে যায় কিশোরীর। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার মারা গিয়েছে ওই কিশোরী। ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়ে স্কুল যাচ্ছিল অষ্টম শ্রেণির ছাত্রী অঙ্কিতা দেবনাথ। সেই সময়েই ধারালো অস্ত্র নিয়ে ১২ বছরের কিশোরীকে আক্রমণ করে এক অজ্ঞাতপরিচয় যুবক। গুরুতর ভাবে আহত হয়ে ওই ছাত্রী। এরপর থেকেই এসএসকেএম-এর আইসিইউতেই ভর্তি ছিল সে। রবিবার ভোরে ট্রমা কেয়ার ওয়ার্ডে মৃত্যু হয় তার। ইতিমধ্যেই গোটা ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছিল মৃতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে নবম শ্রেণির এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। কে বা কারা এই নৃশংস কাণ্ডের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। নবম শ্রেণির পড়ুয়াই এই কীর্তি ঘটিয়েছে, নাকি সঙ্গে ছিল আরও কেউ তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত প্রেমে প্রত্যাখ্যানের জেরেই এই কাণ্ড ঘটেছে, কারণ সূত্রের খবর, ঘটনার আগের দিন টিউশন পড়ে বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন যুবক অঙ্কিতাকে বিরক্ত করেছিল। যদিও এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় সেভাবে কিছু তথ্যও পাওয়া যায়নি। একজন দুষ্কৃতী ছিল নাকি এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে বেশ কয়েকজন মিলে, সে ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তাই সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।