শেষ আপডেট: 18th October 2020 08:24
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: রাস্তার মাঝে ডিভাইডারে দাঁড়িয়ে ছিলেন চার ব্যক্তি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর জখম অবস্থায় আর একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, আজ রবিবার সকালে এই ঘটনা ঘটেছে খড়্গপুর ২ নম্বর ব্লকের লছমাপুর এলাকায়। ৬ নম্বর জাতীয় সড়কের উপর ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর মৃতেরা সকলেই স্থানীয় বাসিন্দা। সাতসকালে এমন দুর্ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ক্ষুব্ধ বাসিন্দারা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলে অবরোধ। সাময়িক ভাবে তীব্র যানজটে থমকে যায় পরিবহণ পরিষেবা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, রাস্তা পার হচ্ছিলেন এই চারজন। গাড়ি চলাচল করছিল দেখে ডিভাইডারে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা হওয়ার অপেক্ষা করছিলেন তাঁরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কার এসে ধাক্কা মারা ডিভাইডারে। পিষে দেয় ডিভাইডারে দাঁড়িয়ে থাকা ওই চারজনকে। তিন ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। একজনকে উদ্ধার করে সম্ভব হয়। দুর্ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন আশেপাশের লোক। তাঁরাই আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় খড়্গপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁদের অনুমান হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। আতঙ্কের সঙ্গে সঙ্গে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত রাস্তায় লছমাপুরে চারজন সিভিক ভলান্টিয়ারের ডিউটিতে থাকার কথা। কিন্তু আজ সকালে দুর্ঘটনার সময় কেউ ছিলেন না। কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে জাতীয় সড়কে অবরোধ করেন স্থানীয়রা। পরে খড়্গপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘাতক তেলের ট্যাঙ্কার এবং চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। চালক এমনিই নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি মদ্যপ ছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আজ সকালে কেন ওই এলাকায় কোনও সিভিক ভলান্টিয়ার ডিউটিতে ছিলেন না সেটাও খতিয়ে দেখছে তারা।