তৃণমূলে এখন ফিক্সড মেনু, শুক্রবারও ভাত আর জোড়া ডিম
দ্য ওয়াল ব্যুরো: ডুমুরজলা স্টেডিয়ামে তৃণমূলের এক সাংগঠনিক সভার মধ্যাহ্নভোজের মেনু নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। আয়োজনের আতিশয্য নিয়ে সমালোচনা হয়েছিল ঘরে বাইরে। তার পর থেকে এখন ডিম-ই বুঝি হয়ে গেল তাদের ফিক্সড মেনু। ভাত আর জোড়া ডিম। না কি
দ্য ওয়াল ব্যুরো: ডুমুরজলা স্টেডিয়ামে তৃণমূলের এক সাংগঠনিক সভার মধ্যাহ্নভোজের মেনু নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। আয়োজনের আতিশয্য নিয়ে সমালোচনা হয়েছিল ঘরে বাইরে। তার পর থেকে এখন ডিম-ই বুঝি হয়ে গেল তাদের ফিক্সড মেনু। ভাত আর জোড়া ডিম। না কিছু আগে, না পরে!পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে পাঁচ মাস হল। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়াও শেষের পথে। দিদি জানিয়েছিলেন, তার পর ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে পঞ্চায়েতের সদস্যদের নিয়ে বর্ধিত বৈঠক করবেন। বৃহস্পতিবার তার প্রস্তুতি ছিল শেষ লগ্নে। আয়োজনের দায়িত্বে থাকা দলের এক রাজ্য নেতা জানান, নাহ্ এ বারও কোনও বদল হচ্ছে না দুপুরের মেনুতে। শুক্রবারও দলের নেতা, কর্মী সক্কলের জন্য ফিক্সড মেনু। ভাত আর ডিমের ঝোল। তিনি জানান, এক সময়ে প্রস্তাব এসেছিল বিরিয়ানি খাওয়ানোর। কিন্তু শীতটা এখনও তেমন পড়েনি। দুপুরের গরমে যদি খারাপ হয়ে যায়! এক বার পঞ্চায়েত দফতরের মিটিংয়ে বিরিয়ানি খারাপও হয়ে গিয়েছিল। তা ছাড়া খরচ কমানোর ব্যাপারটাও রয়েছে। তবে বদল এ বার একটা হচ্ছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আগের সব মিটিংয়ে একটা করে ডিম দেওয়া হয়েছিল। কে যেন দিদির কাছে নালিশ করেছে, একটা ডিমে পেট ভরে না! তাই মাথা পিছু দুটো করে ডিম বরাদ্দ হয়েছে।ডুমুরজলা-বিতর্কের পর দলের কর্মীদের জন্য ডিম-ভাতের মেনু বাতলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। একুশ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানের সময়েও ছিল এই এক খাবার। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের প্রতিবারই শহরের নানা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়। এ বারও সেখানে সকাল বিকেল ডিমই বরাদ্দ ছিল। দলের অনেকের মতে, দিদি যে একবার মেনু বলে দিয়েছেন তাতে কর্মীরা বোর হয়ে গেলেও উপায় নেই। কেউই ঝুঁকি নিয়ে বদল করবেন না, তা সে যতই অসুবিধা হোক। দিদি বললে তবেই নতুন মেনু হতে পারে।যদিও জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে এ হেন ফিক্সড মেনু থাকে না। অর্থ সংকটের পরিবেশে প্রশাসনিক বৈঠকে মধ্যাহ্নভোজের আয়োজনেও ইদানীং কিছু কাটছাঁট হয়েছে ঠিকই। তবু মাছের একাধিক পদ সহ আমিষ, নিরামিষ বেশ কয়েক রকমের পদ থাকে। সেই সঙ্গে শেষ পাতে মিষ্টি।