শেষ আপডেট: 26th December 2020 11:02
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উদ্ধার হল বিরল প্রজাতির শকুন। গ্রামবাসীরা এই শকুনকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার মণিপুর গ্রামে। শনিবার গ্রামের ছোট কলাগাছি নদীর কাছে ধান ক্ষেতের মধ্যে শকুনটিকে পড়ে থাকতে দেখেন কৃষকরা। শকুনটি আহত অবস্থায় সেখানে পড়ে ছিল বলে খবর। স্থানীয়রা দেখেন, শকুনটির মুখে, ঠোঁটে ও ডানায় ক্ষত চিহ্ন। যন্ত্রণায় শকুনটি ছটফট করছিল বলে খবর। জানা গিয়েছে, স্থানীয়রা প্ররথমে শকুনটিকে জল খেতে দেয়। তাতে একটু সুস্থ হয় সেটি। তারপর খবর দেওয়া বন দফতরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হন ঝিঙ্কাখালি ফরেস্টের আধিকারিকরা। তাঁরা শকুনটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে খবর, শকুনটি ২ ফুট চওড়া ও প্রায় ৪ ফুট উচ্চতার। তার ওজন প্রায় ৯ কেজি। উত্তর আমেরিকা গোল্ডেন ঈগলের সঙ্গে এই প্রজাতির শকুনের মিল রয়েছে বলে জানা গিয়েছে। আজকাল এই প্রজাতির শকুন খুব একটা দেখা যায় না। তাই একে বিরল প্রজাতি হিসেবে গণ্য করা হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পরে শকুনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের শকুন ওই এলাকায় দেখা পাওয়া দুষ্কর। সেটি খাবারের সন্ধানে সেখানে এসেছিল, নাকি পথ ভুল করে এসেছিল সেটি বুঝতে পারছেন না বন দফতরের আধিকারিকরা। কীভাবে শকুনটি আহত হল সেটিও বুঝে উঠতে পারছেন না তাঁরা। এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে বন দফতর।