শেষ আপডেট: 13th January 2021 15:50
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সামান্য একটা নাইলনের ব্যাগের আড়ালে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের আগেই তা ধরা পড়ল পুলিশের জালে। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করার পরেই তক্ষকটিকে বন দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে একটি বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা চলছে সীমান্ত পেরিয়ে। খবর পাওয়ার পরেই সাগরদিঘী থানা এলাকায় হানা দিয়ে বিষ্ণু সরকার নামের এক ব্যক্তির কাছে থাকা নাইলনের ব্যাগের মধ্যে তক্ষকটি উদ্ধার হয়। তার ওজন প্রায় ৪০০ গ্রাম। বিষ্ণুকে গ্রেফতার করার পরে তাকে জেরা করে চন্দন অধিকারী নামের আর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষ্ণুর বাড়ি ধুলিয়ানের তারাপুর এলাকায় ও চন্দনের বাড়ি সামশেরগঞ্জের নতুন মালঞ্চ গ্রামে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ওই তক্ষকের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১ কোটি টাকা। তক্ষকটিকে পাচার করার অপরাধে দুই ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন তাদের জঙ্গিপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই পাচারকারীদের পিছনে কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনার বিষয়ে সাগরদিঘী থানার অফিসার ইনচার্জ সুমিত বিশ্বাস জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা বলা যাবে না।”