Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

#Breaking: সব দাবি না মিটলেও আবির খেলে অনশন তুললেন প্রাথমিক শিক্ষকরা

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দাবি মিটল ১৪ দিনের অনশনের। সব না হলেও বেশিরভাগ দাবিই মেনে নিল রাজ্য সরকার। আর তারপরেই অনশন তুললেন প্রাথমিক শিক্ষকরা। আবির মেখে রীতিমতো উল্লাস করে অনশন তুললেন তাঁরা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবি ছিল

#Breaking: সব দাবি না মিটলেও আবির খেলে অনশন তুললেন প্রাথমিক শিক্ষকরা

শেষ আপডেট: 26 July 2019 08:56

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দাবি মিটল ১৪ দিনের অনশনের। সব না হলেও বেশিরভাগ দাবিই মেনে নিল রাজ্য সরকার। আর তারপরেই অনশন তুললেন প্রাথমিক শিক্ষকরা। আবির মেখে রীতিমতো উল্লাস করে অনশন তুললেন তাঁরা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবি ছিল ৪২০০ টাকা গ্রেড পে'র। সরকার নির্দেশ দিয়েছে ৩৬০০ টাকা গ্রেড পে দেওয়া হবে তাঁদের। প্রথমে ঠিক হয়, অন্তত ৩৯০০ টাকা গ্রেড পে না দেওয়া হলে অনশন তোলা হবে না। কিন্তু তারপরেই খবর আসে, যে ১৪ জন শিক্ষকের বদলি বেআইনিভাবে করা হয়েছে বলে তাঁরা দাবি করেছেন, তাঁদের নিজেদের স্কুলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। এই ঘোষণার পরেই নিজেদের অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। তবে তাঁরা জানিয়েছেন, তাঁদের গ্রেড পে ৪২০০ টাকা করার দাবি থেকে তাঁরা সরছেন না। দরকার হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। এ দিন সন্ধেবেলা তাঁদের সঙ্গে গিয়ে দেখা করেন অপর্ণা সেন। তিনিও বলেন, সরকারের উচিত, শিক্ষকদের দাবি মেনে নেওয়া।   এনসিটিই-র নতুন নির্দেশ মতো রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মানা হলেও সেই অনুসারে উপযুক্ত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুলে আন্দোলনে বসেন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা দাবি জানান, যেখানে সারা ভারতের সমস্ত রাজ্যে গ্রেড পে ৪,২০০ টাকা, সেখানে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২,৬০০ টাকা। তাই তাঁদেরও ৪২০০ টাকা গ্রেড পে দিতে হবে। তাঁদের আরও অভিযোগ ছিল, বেআইনিভাবে ১৪জন শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাতেও বদল আনতে হবে। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করে মৌখিক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপরেও তাঁরা আন্দোলন থামাননি। বৃহস্পতিবার নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ইতিমধ্যেই সরকার গ্রেড পে ৩২০০ টাকা করার সুপারিশ করেছে অর্থমন্ত্রকের কাছে। চেষ্টা করা হচ্ছে সেটা আরও বাড়িয়ে ৩৬০০ টাকা করা যায় কিনা। এ দিন নির্দেশিকা জারি করে সরকার জানিয়ে দেয়, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রশিক্ষিতরা চাকরির শুরুতে পাবেন ২৫ হাজার ৫০০ টাকা। আগে তাঁরা পেতেন ১৯ হাজার টাকা। প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯০০ টাকা। অগস্ট মাস থেকেই এই নতুন গ্রেড পে কার্যকর করা হবে বলে জানিয়ে দেয় নবান্ন।

ভিডিও স্টোরি