শেষ আপডেট: 7th February 2021 03:51
দ্য ওয়াল ব্যুরো: গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সেইমতোই রাতে দু’এক পশলা বৃষ্টি হয়েছে রাজ্যে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়ার ফলে ঠান্ডার কাঁপুনি অনুভব করা গেলেও তাপমাত্রা কিন্তু কমেনি। বরং মেঘলা আকাশের ফলে তা আরও বেড়েছে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। সেইসঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা ফের কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্র খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩৮ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল থেকেই আকাশে মেঘ থাকবে। বিকেলের পর থেকে মেঘের পরিমাণ আরও বাড়বে। সন্ধ্যার পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, হগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। আকাশ মেঘলা থাকায় ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণ হচ্ছে না। ফলে তাপমাত্রা বিশেষ কমছে না। অবশ্য আলিপুর জানিয়েছে, তাপমাত্রা বাড়লেও এখনই বিদায় নিচ্ছে না শীত। রবিবারের পর থেকে ফের তাপমাত্রা কমবে। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের একটা ছোট্ট ইনিংস খেলবে শীত। শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে বঙ্গে। বুধবারের পর থেকে ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা।