দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন উদ্বোধন করতে বাংলায় আসছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। ২৮-৩০ সেপ্টেম্বর হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। প্রকাশ রাজের আসার খবর কয়েক দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা করবে এই বাম যুব সংগঠন।
বিগত কয়েক মাস ধরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার মুখ খুলেছেন এই অভিনেতা। নরেন্দ্র মোদীর সরকারকে ফাসিস্ত বলতেও পিছপা হননি। বেঙ্গালুরুতে প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের পর বেশি করে সামনে আসেন তিনি। মুখ খোলেন সম্প্রতী পাঁচ বাম বুদ্ধিজীবী তথা সমাজকর্মীর গ্রেফতার হওয়া নিয়েও।
ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্ব চেয়েছিলেন প্রকাশ তাঁদের সম্মেলন উদ্বোধন করুন। সেই মতো সর্বভারতীয় স্তর থেকে কথাও বলা হয় তাঁর সঙ্গে। জানা গিয়েছে, সম্মতি দিয়েছেন প্রকাশ রাজ। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেন, “প্রকাশ আসবেন বলে এখনও পর্যন্ত সব ঠিক আছে। আমরা কয়েক দিনের মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে সবটা জানাব।”
ডিওয়াইএফআই-এর মঞ্চে প্রকাশ রাজ এই প্রথম নয়। এর আগেও দক্ষিণের রাজ্যে তাঁকে বাম যুব সংগঠনের মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু বাংলায় এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসছেন এই অভিনেতা।
এমনিতে বাম সংগঠনগুলির সম্মেলন মানে নির্দিষ্ট প্রতিনিধিরাই সেখানে উপস্থিত থাকেন। কিন্তু প্রকাশের উদ্বোধনী বক্তৃতা যাতে সবাইকে শোনানো যায় সে জন্য ডানকুনি টাউনশিপের শক্তি মঞ্চে প্রবেশ অবাধ করতে চলেছেন সংগঠকরা।