শেষ আপডেট: 1st September 2021 15:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসার (PostPollViolence) বড় ঘটনাগুলির তদন্ত সিবিআইয়ের কাঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর তদন্তে নেমে জেলায় জেলায় ঘুরছে সিবিআই টিম। দায়ের করছে গুচ্ছ গুচ্ছ এফআইআর। কেন্দ্রীয় এজেন্সি যখন পুরোদমে তদন্তের কাজ করছে তখন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করল রাজ্য সরকার। বুধবারই সেই মামলা সুপ্রিম কোর্টে নথিভুক্ত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গঠিত টিম যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল তার ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ। এদিন তাকেই চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। নবান্নের পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।