শেষ আপডেট: 25th July 2020 12:02
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লকডাউনের নিয়ম ভাঙায় বারাসত পুলিশ জেলায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এঁদের মধ্যে অনেকের মুখে মাস্ক ছিল না। বিনা প্রয়োজনে যাঁরা লকডাউনের নিয়ম ভাঙছিলেন তাঁদের গ্রেফতার করা হয়েছে। রাজ্যজুড়ে এ সপ্তাহে দ্বিতীয় লকডাউন ছিল আজ শনিবার। উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতে অবশ্য টানা এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। পুলিশের সঙ্গে আলোচনা করার পরে পুর প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এখানে এক সপ্তাহের লকডাউনে শনিবার ছিল প্রথম দিন। রাস্তাঘাট মোটের উপরে শুনশান ছিল। কোথাও জমায়েত দেখলেই পুলিশ লোকজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কোথাও কোথাও পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও উঠেছে। যাঁরা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে ছিলেন কিন্তু মাস্ক পরেননি তাঁদের মাস্ক পরতে বাধ্য করা হয়। পাড়ার ভিতরে এদিনও অনেক দোকান খোলা থাকতে দেখা যায়। সেই সব দোকান বন্ধ করে দেয় পুলিশ। দোকানিদের সতর্ক করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বিভিন্ন ওয়ার্ডে ঘোরেন বারাসতের পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। লকডাউন ভাঙার অভিযোগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পুলিশ শনিবার দুপুর আড়াইটে পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করেছে । বিকেলেও পুলিশের তরফে এলাকায় অভিযান চালানো হচ্ছে। এদিন সকাল থেকে গোবরডাঙার বিভিন্ন এলাকায় পুলিশের কড়া টহলদারি নজরে পড়েছে। গোবরডাঙা থানার বিভিন্ন এলাকায় যাঁরা বাড়ির বাইরে বের হন পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে। বিনা কারণে যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছিলেন পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের ১৮৮ ধারায় মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত গোবরডাঙা শহরে ষোলো জন করোনা আক্রান্ত হয়েছেন। গোবরডাঙা থানার অধীন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্তের সংখ্যা কুড়ি ছাড়িয়েছে। তাই উদ্বিগ্ন প্রশাসন। কলকাতার পরে রাজ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনা জেলায়। জেলার একাধিক এলাকায় ব্যবসায়ীরা বাজার বন্ধ করে দিয়েছেন। কোথাও আবার বাজার সপ্তাহের নির্দিষ্ট দিনে খুলছে। কোথাও আংশিক লকডাউন চলছে। নবান্ন থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত ১১,৩৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬,৩৪৫ জন। বর্তমানে কোভিড পজিটিভের সংখ্যা ৪,৭৪০।