শেষ আপডেট: 17th December 2019 07:30
দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য। প্রতিবাদের নামে রেল লাইনে আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা। ট্রেন ও স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকেই বাতিল করা হয়েছে অনেক ট্রেন। মঙ্গলবারও বাতিল হয়েছে একাধিক ট্রেন। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী বেশিরভাগ ট্রেনই বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নর্থ ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশন ও দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। সেগুলি হল-