শেষ আপডেট: 27th December 2020 02:20
দ্য ওয়াল ব্যুরো: আবার অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ গায়িকা নির্মলা মিশ্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আজ, রবিবার, নির্মলা মিশ্রর কোভিড পরীক্ষা হবে। এমনিতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল। জানা গিয়েছে, শনিবার আচমকাই রক্তচাপ কমে যায় নির্মলাদেবীর। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, পরীক্ষা করে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন এই বর্ষীয়ান গায়িকা। কয়েক মাস আগেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মলাদেবী। তখনও তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। বেশ কিছুদিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। যদিও ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। বাংলার স্বর্ণযুগের যে কয়েকজন শিল্পী এখনও বেঁচে রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন নির্মলা মিশ্র। সেই সময় বহু খ্যাতনামা গায়ক-গায়িকার মাঝেও নিজের জাত চিনিয়ে ছিলেন তিনি। ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখি রে’, কিংবা ‘ওই আকাশের চাঁদ’ তাঁর গাওয়া কিছু কালজয়ী গান। ছবি ও ক্যাসেট রিলিজ ছাড়াও সমান তালে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি গেয়েছেন তিনি। অসুস্থ হয়ে নির্মলা মিশ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে তাঁর অসংখ্য ভক্তের মধ্যে।