Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টেরমদ ছাড়লেন সলমন! প্রেসার চেম্বারে কী করছেন ভাইজান?হিমাচলে ধসের নীচে আটকে পাঁচ ঘণ্টা, সাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে অবশেষে মাটি খুঁড়ে বেরিয়ে এলেন তরুণী

বাগরি কাণ্ডের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে খাক ভগবানগোলার তালতলা মার্কেট

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মহানগরীর বাগরি মার্কেটের আগুন এখনও জ্বলছে। তারই মাঝে প্রায় ২০০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের ভগবানগোলার তালতলা গোরোস্থান এলাকার এক মার্কেটের গোডাউনে শর্ট সার্কিট থেকে বিধ্বংসী আগুন লাগল। পুলিশ সূত্রে খবর, ভগব

বাগরি কাণ্ডের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে খাক ভগবানগোলার তালতলা মার্কেট

শেষ আপডেট: 18 September 2018 09:23

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মহানগরীর বাগরি মার্কেটের আগুন এখনও জ্বলছে। তারই মাঝে প্রায় ২০০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের ভগবানগোলার তালতলা গোরোস্থান এলাকার এক মার্কেটের গোডাউনে শর্ট সার্কিট থেকে বিধ্বংসী আগুন লাগল। পুলিশ সূত্রে খবর, ভগবানগোলা এলাকার তালতলায় পর পর ব্যবসায়ীদের মাল স্টোর করার গোডাউন আছে। মূলত গ্রামের খুচরো বিক্রেতারা এই পাইকারী মার্কেট থেকেই কেনা কাটা করেন। প্রতিদিনের মত সোমবার রাতেও বিক্রিবাটা শেষ করে সব ব্যবসায়ী বাড়ী ফিরে যান। মঙ্গলবার দোকান খোলার আগেই এলাকায় অগ্নিকাণ্ডের খবর চাউর হয়। তড়িঘড়ি গোডাউন মালিক ও আশেপাশের সকলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রথমে ১০১ নম্বরে ফোন করেও কোনও হেল্প না পেয়ে তাঁরা ভগবানগোলা থানায় যোগাযোগ করেন। থানার ওসি উৎপল কুমার দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।তিনি খবর দেন দমকলেও। খবর পেয়ে পার্শ্ববর্তি লালবাগ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়। দমকল কর্মীরা এসে স্থানীয়দের সাহায্যে ও পুলিশ কে সাথে নিয়ে আগুন নেভানোর কাজ জোর কদমে শুরু করে। সকলের লাগাতার কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান এই অগ্নিকাণ্ডে গোডাউনে মজুত রাখা বৈদ্যুতিক সরঞ্জাম ও পাইকারি সামগ্রী মিলিয়ে প্রায় বারো থাকে পনেরো লক্ষ টাকার জিনিসের ক্ষয় ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি । এই ব্যাপারে স্থানীয় থানার ওসি উৎপল কুমার দাস বলেন, "শুরুতেই স্থানীয়রা যে ভাবে সকলে একসাথে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে তাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পুরো এলাকা। ওই গোডাউনের মালিক সাইনুল শেখ বলেন, "ভাবতেই পারছি না এক রাতে সব শেষ হয়ে গেল কী করে? জানিনা এখন কীভাবে পরিস্থিতি সামাল দেব "।

ভিডিও স্টোরি