শেষ আপডেট: 25th August 2021 12:14
দ্য ওয়াল ব্যুরো: দলিত সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কাছে আবদার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী আবদার? এদিন নবান্ন সভাঘরে তফসিলি অ্যাডভাইজারি কাউন্সিলের পুণর্গঠনের সভায় মনোরঞ্জনের উদ্দেশে মমতা বলেন, “আমার একটা বই দলিত সাহিত্য অ্যাকাডেমি থেকে ট্রান্সলেট করিয়ে দেবেন? আমার অনেক বই অলচিকি হরফে করা হয়েছে। আপনারা এটা করে দিলে সবাই পড়তে পারবেন।” মনোরঞ্জনও না করেননি। ঘাড় নেড়ে জানিয়ে দেন, দলিত সাহিত্য অ্যাকাডেমি মুখ্যমন্ত্রীর বই অনুবাদ করবে। মুখ্যমন্ত্রীর লেখা অনেক বই রয়েছে। তবে কোন বইটি বা বইগুলি অনুবাদ করবে দলিত সাহিত্য অ্যাকাডেমি তা এখনও স্পষ্ট নয়। তবে মনোরঞ্জনও পাল্টা আবদার করে বসেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, বলাগড়ে যদি একটা দলিত সাহিত্য অ্যাকাডেমির শাখা খোলা যায়! না করেননি মুখ্যমন্ত্রীও। মমতা মনোরঞ্জনের উদ্দেশে বলেন, “আপনিই তো এটা করে নিতে পারেন। ঠিক আছে! আপনি একটা প্রস্তাব দিন। আমি দেখে নেব।” সম্প্রতি মনোরঞ্জনের ট্যাড়াব্যাঁকা মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বন্দুকের নলের শক্তিতে ভোটে জেতা, তোলাবাজি—ইত্যাদি প্রভৃতি নিয়ে বলাগড়ের বিধায়কের মন্তব্য ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। তবে এদিন অন্য সুরে বাজেননি মনোরঞ্জন। বরং মুখ্যমন্ত্রীর সুখ্যাতি করে বলেন, “আমাদের তো কিছু চাইতেই হচ্ছে না। আপনি ভাঙা পায়েই সব করে দিচ্ছেন। এসব অন্য কোনও রাজ্যে নেই।” পাল্টা মমতা বলেন, “আপনিও আমাদের গর্ব। রান্না করতেন, রিকশ চালাতেন। সেখান থেকে উঠে এসেছেন।” এদিন মনোরঞ্জনকে মমতা একটি দলিত সাহিত্য সম্মেলন করার আবেদন করেছেন, সব রাজ্য থেকে পাঁচ জন করে দলিত সাহিত্যিকদের নিয়ে এসে তা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত খরচ দেবে রাজ্য সরকার।