শেষ আপডেট: 26th September 2020 05:56
রাজ্যপালকে বেনজির চিঠি মুখ্যমন্ত্রীর, ‘কেন্দ্রের শাসক দলের এজেন্টের মতো কাজ করছেন আপনি’
দ্য ওয়াল ব্যুরো: রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত এর আগেও দেখেছে বাংলা। কিন্তু এমন চরম সংকটের অতীত দৃষ্টান্ত বুঝি নেই। রাজ্যপাল জগদীপ ধনকড়ে সম্প্রতি বেশ কয়েকবার ঠারেঠোরে বিজেপির মুখপাত্র বলে সমালোচনা করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ রাজ্যপালকে চিঠি দিয়ে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ধনকড়কে দেওয়া চিঠিতে তিনি স্পষ্টতই লিখেছেন, আপনি কেন্দ্রে শাসক দলের এজেন্টের মতো কাজ করছেন!
মুখ্যমন্ত্রীর কথায়, “যেহেতু আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান তাই দুর্ভাগ্যজনক ভাবে সাংবিধানিক পদে থেকে কোনও রাজনৈতিক দলের সদস্য কোনওভাবেই হতে পারেন না। কিন্তু খুবই হতাশাজনক যে আপনি কেন্দ্রের শাসক দলের এজেন্টের মতো কাজ করছেন। এ ধরনের স্বেচ্ছাচারিতা বা রাজ্যে এ ধরনের এজেন্সি খুলে বসা আমাদের রাষ্ট্র নির্মাতারা দুঃস্বপ্নেও ভাবেননি!” গোটা বিতর্কের সূত্রপাত রাজ্যপালের একটি চিঠিকে কেন্দ্র করে। গত ৫ সেপ্টেম্বর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বীরেন্দ্রকে চিঠি দিয়ে তাঁকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ। সে ব্যাপারেই রাজ্যপাল ডিজির কাছে তথ্য চেয়েছিলেন। কিন্তু রাজ্যপাল তলব করলেও ডিজি তাঁর সঙ্গে দেখা করেননি। এদিন রাজ্যপালকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এ সিংহের বিরুদ্ধে যে ফৌজদারি তদন্ত চলছে সে ব্যাপারে আপনি ডিজি-র কাছে জানতে চেয়েছেন। এটা শুধু সরকারের দিনগত কাজে নাক গলানো নয়, বরং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা বলেও মনে করা যেতে পারে। আমি বুঝতে পারছি না, কেন ওই ব্যক্তি আইন অনুযায়ী পদক্ষেপ না করে কেন আপনার দ্বারস্থ হয়েছেন! এদিকে রাজ্যপালও কম যান না। মুখ্যমন্ত্রী ওই চিঠি দেওয়ার পর তিনি ধারাবহিক টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, ডিজিকে আমি ডেকেছিলাম। কিন্তু আসেননি। পরিবর্তে দু লাইনের চিঠি লিখে বলেছেন, “রাজ্য পুলিশ কঠোর ভাবে আইনি পথ মেনে চলে..”। এর পরই রাজ্যপাল একটি বিবৃতিতে লিখেছেন যে, এ কথা বলার অপেক্ষা রাখে না বাংলা এখন সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। অপরাধ, বেআইনি ভাবে বোমা তৈরির কারবার, দুর্নীতি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীকে কাল তিনি সবিস্তারে জবাব দেবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।