শেষ আপডেট: 27th May 2020 12:21
দ্য ওয়াল ব্যুরো: এত বিপর্যয়ের মধ্যেও সুখবর! নতুন আবিষ্কার বাংলার কৃষিবিজ্ঞানীদের। বুধবার বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, বাংলার কৃষি বিজ্ঞানীদের নতুন আবিষ্কারের কথা। যার মোদ্দা বিষয় হল, নোনা জলেই নতুন এক প্রজাতির ধানের চাষ হবে। একই ভাবে নোনা জলে চাষ হবে নতুন এক প্রকার মাছ। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার তাঁকে জানিয়েছেন, কৃষি বিজ্ঞানীরা এক ধরনের ধানের বীজ আবিষ্কার করেছেন। যা নোনা জলে চাষ করা যাবে। ঘূর্ণিঝড়ের ফলে প্রবল জলোচ্ছ্বাসে হেক্টরের পর হেক্টর কৃষি জমিতে নোনা জল ঢুকে গিয়েছে দুই চব্বিশ পরগনায়। সেখানকার চাষিরা এই বীজ দিয়ে চাষ করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, "বুলবুলের সময়ে আমাকে প্রদীপদা প্রথম এই আইডিয়াটার কথা বলেছিলেন। কৃষি দফতরের বিজ্ঞানীরা গোসাবায় একটা জায়গায় গবেষণা করছিলেন। তারপর এটা আবিষ্কার হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভাল খবর।" মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নোনা জলে চাষ করা ধান থেকে যে চাল উৎপন্ন হবে সেই ভাতের স্বাদও হবে সাধারণ চালের ভাতের মতোই। জেলা প্রশাসনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, যে সমস্ত জমিতে নোনা জল ঢুকে চাষের বারোটা বেজে গিয়েছে সেসব জায়গায় চাষিদের এই বীজ দিতে হবে। ওই বৈঠকে বসেই বীজের নামকরণ করেন মমতা। এই বীজের নাম দেওয়া হয়েছে 'নোনা স্বর্ণ!" একইসঙ্গে যে সব পুকুর তথা জলাশয়ে নোনা জল ঢুকে মাছ চাষের ক্ষতি হয়েছে সেখানে মৎস্য দফতর আলাদা করে নোনা জলের মাছ দেবে। যাতে মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষকে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই মাছগুলির নাম হবে ‘স্বর্ণ মৎস্য’। বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর ফোনে একটি টেক্সট মেসেজ আসে। জনৈক সেই শুভাকাঙ্খির পরামর্শে মুখ্যমন্ত্রী বলেন, "আমায় একজন পরামর্শ দিলেন এই নোনা স্বর্ণ আর নোনা মৎস্য-এর পেটেন্ট নিতে। তোমরা (সরকারি আধিকারিকদের উদ্দেশে) এটার পেটেন্ট নিয়ে নাও। দেরি কোরো না! আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তা ছাড়া পেটেন্ট নিলে অনেক টাকাও পাওয়া যায়।" করোনা সংক্রমণ, লকডাউন, অর্থনৈতিক অধোগতির বিপর্যস্ত অবস্থার মধ্যেই গত বুধবার উপকূলবর্তী পশ্চিবঙ্গে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন সুপার সাইক্লোন উমফান। কৃষি, মৎস্য চাষের সঙ্গে দক্ষিণ বাংলায় প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। প্রাণ গিয়েছে ৮৬ জনের। তার মধ্যেই নতুন আবিষ্কারের সোনালি খবর দিলেন মুখ্যমন্ত্রী।