Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আধুনিক 'স্কিন ট্রিটমেন্ট'-এর নামে ক্যানসারের ঝুঁকি নিচ্ছেন না তো? খুঁটিনাটি জানালেন চিকিৎসকমেনোপজের সময় মেয়েদের ডায়েটে কী কী খাবার থাকা উচিত, জানালেন করিনা কাপুরের ডায়েটিশিয়ান ‘নুন খেয়ে গুণ গাইতে হয়’, দাগিদের পক্ষ নিয়ে আদালতে রাজ্য, ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা মেহেবুবআঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রীশ্রী রামকৃষ্ণ শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! উত্তরপাড়ার ছবি ভাইরাল হতেই শোরগোলনায়িকা বানানোর টোপ! ছবি তৈরির নামে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে দুই'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসক

উইকেন্ডে জাঁকিয়ে শীত, ফের কাঁপবে বাংলা, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তুরে হাওয়ার দাপট দক্ষিণবঙ্গে। একলাফে পারদও নেমেছে অনেকটাই। কেবল সর্বনিম্ন নয় সর্বোচ্চ তাপমাত্রারও পতন হয়েছে। ফলে দিনের বেলাতেও টের পাওয়া যাচ্ছে ঠান্ডা। সন্ধের পর থেকেও ভালোই কাঁপুনি ধরাচ্ছে কনকনে হিমশীতল হাওয়া। কলকাত

উইকেন্ডে জাঁকিয়ে শীত, ফের কাঁপবে বাংলা, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 22 January 2020 07:12

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তুরে হাওয়ার দাপট দক্ষিণবঙ্গে। একলাফে পারদও নেমেছে অনেকটাই। কেবল সর্বনিম্ন নয় সর্বোচ্চ তাপমাত্রারও পতন হয়েছে। ফলে দিনের বেলাতেও টের পাওয়া যাচ্ছে ঠান্ডা। সন্ধের পর থেকেও ভালোই কাঁপুনি ধরাচ্ছে কনকনে হিমশীতল হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের পারদ পতনের ফলে হাওয়া অফিসের পূর্বাভাস বিদায়বেলাতেও ঝোড়ো ইনিংস খেলবে শীত। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আলিপুর জানিয়েছে, আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে কলকাতায়। শহরের তাপমাত্রা ঘোরেফেরা করবে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সপ্তাহান্তে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে তাপমাত্রা। সেসময় কলকাতাতেও নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আবহবিদদের মতে জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তরের পার্বত্য অঞ্চল থেকে কনকনে ঠান্ডা হাওয়া ভূখণ্ডে ঢুকতে আর কোনও বাধা নেই। আর এই হিমশীতল হাওয়ার জেরেই ফের পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গে। সাধারণত ১৫ জানুয়ারির পর থেকে শীত বিদায় নেয়। তবে আবহাওয়া দফতরের কথায়, শীত বিদায়ের নির্দিষ্ট কোনও দিন হয় না। চলতি মরশুমে তো মকর সংক্রান্তিতে হাড়কাঁপানো ঠান্ডার বদলে রীতিমতো গরম পড়ে গিয়েছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আলিপুর হাওয়া অফিসও পূর্বাভাস দিয়েছিল শীতের মেয়াদ বুঝি আর বেশিদিন নেই। তবে নতুন করে তাপমাত্রা কমায় খানিক স্বস্তিতে বঙ্গবাসী। বিদায় নেওয়ার সময়েও শীত যে একবার মরণকামড় বসাবে তেমনটাই অনুমান আবহবিদদের। দক্ষিণের পাশাপাশি পারদ পতন হয়েছে উত্তরবঙ্গেও। একধাক্কায় দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রি সেলসিয়াসে। অন্যান্য জেলাতেও জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন গোটা বাংলাতেই যে বেশ শীতের আমেজ বজায় থাকবে সেটা স্পষ্ট। সপ্তাহান্তে একধাক্কায় বেশ খানিকটা পারদ পতনের ইঙ্গিতও দিয়েছে আলিপুর।

ভিডিও স্টোরি