শেষ আপডেট: 9th February 2021 09:24
মমতাকে কড়ায়গণ্ডায় জবাব রাজীবের, ‘তৃণমূলে থাকলে ভাল, আর ছাড়লেই কালো!’
দ্য ওয়াল ব্যুরো: সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা হয়তো তাঁর অভিপ্রায় ছিল না। বরং রাজীব বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই বোঝাতে চাইলেন, কাজের সুযোগের অভাবেই তিনি দল বদলাতে বাধ্য হচ্ছেন। কিন্তু সেই তিনি, প্রাক্তন বনমন্ত্রী এ বার কড়ায়গণ্ডায় মমতাকে জবাব দিতে নেমে পড়লেন। বনসহায়ক পদে নিয়োগে এর আগে কারসাজির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিনই রাজীব বলেছিলেন, ওই নিয়োগের জন্য আপনি কি মেসেজ পাঠিয়েছিলেন, মোবাইলে সেভ করা আছে। আজ সোমবার ফের মুখ খুললেন বিজেপিতে নবাগত নেতা। তাঁর কথায়, উনি বলছেন বিজেপি ওয়াশিং মেশিন। আরে সব থেকে বড় যদি কোনও ওয়াশিং মেশিন থেকে থাকে তা হল তৃণমূল। একের পর এক নেতা, যাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, দুর্নীতির অভিযোগ রয়েছে তারাই তো দেখছি তৃণমূলে ফর্সা হয়ে যাচ্ছে। রাজীব পষ্টাপষ্টিই বোঝাতে চান মাননীয়া দ্বিচারিতা করছেন। তাঁর কথায়, “তুমি দলে থাকলে ভালো, আর নাহলে তুমি কালো। তুমি যদি দলে থাকো তুমি হবে সাদা, আর ছাড়লেই গায়ে কাদা। তৃণমূলে থাকলে সাধু, বেরিয়ে গেলেই অসাধু”। এদিন বর্ধমানের কালনায় সভা ছিল মমতার। আর রাজীব বক্তৃতা দেন তারাপীঠে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা সেখানে রথযাত্রার উদ্বোধন করেন। কালনার সভায় মমতা বলেছেন, “দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার ওধার যাচ্ছে। দুর্নীতি চাপা দিতে যাচ্ছে। তারা গেছে ভাল হয়েছে। পাপ বিদায় হয়েছে”। সেই সূত্র ধরে পাল্টা রাজীব বলেন, আপনি এখন বলছেন যারা গেছে পাপ বিদায় হয়েছে। তা হলে বলি, আমরা তৃণমূলে সৎ ভাবে কাজটা করেছি তাই আপনারা সরকারে আছেন। আজ আমরা নেই, আপনার পূণ্য চলে গেছে। পড়ে আছে শুধু পাপ। ফল বেরোলে বুঝবেন পাপের সাজা কেমন দিয়েছে মানুষ। বস্তুত রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে ধরে রাখার জন্য কম চেষ্টা করেনি দল। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম দফায় দফায় তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন। তাঁর সঙ্গে বসতে চেয়েছিলেন প্রশান্ত কিশোরও। কিন্তু রাজীব দল ছাড়তেই এখন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। তাঁকে বেইমান, বিশ্বাসঘাতক বলা হচ্ছে। ফলে মৌলিক প্রশ্ন উঠছে, কারসাজির কথা যদি জানাই ছিল, তা হলে রাজীবকে দলে ধরে রাখার চেষ্টা হচ্ছিল কেন?